সুযোগ হাতছাড়া করে রেগে আগুন জাভি
মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদ পয়েন্ট খোয়ানোয় ব্যবধান বাড়ানোর বড় সুযোগ ছিল বার্সেলোনার সামনে। উল্টো তালিকায় প্রায় তলানিতে থাকা আলমেরিয়ার কাছে হেরে আরও ব্যবধান কমেছে। তাতে রেগে আগুন হয়ে আছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
রোববার রাতে পাওয়ার হর্স স্টেডিয়ামে লা লিগার ম্যাচে আলমেরিয়ার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরেছে বার্সেলোনা। এল বিলাল তুরের করা প্রথমার্ধে ২৪তম মিনিটে করা গোলটিই গড়ে দেয় ম্যাচের পার্থক্য।
অথচ এই ম্যাচটি জিততে পারলে রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধান হতো ১০। সেক্ষেত্রে শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে যেতে পারতো তারা। তার উপর আলমেরিয়া লড়াই করছিল রেলিগেশন জোনে। সেই দলটির কাছে হারা বড় ক্ষতি হয়ে গেছে ব্লুগ্রানাদের জন্য।
ম্যাচ শেষে তাই নিজের আবেগকে সামলাতে পারেননি কোচ জাভি, 'আমি খুবই রাগান্বিত কারণ আমরা মৌসুমের সবচেয়ে খারাপ খেলা খেলেছি, বিশেষ করে প্রথমার্ধে। আমাদের সঞ্চালন, তীব্রতা, ছন্দের অভাব ছিল... আমরা ম্যাচ জেতার মতো আবেগ দেখাইনি।'
'এটা কঠিন ম্যাচ ছিল, একটি কঠিন দিন, কিন্তু আমরা এখনও শীর্ষে, পরিষ্কার সাত পয়েন্ট এগিয়ে। আমরা ব্যর্থ হয়েছি, আমরা ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী। লা লিগা জেতা কঠিন হবে, কিন্তু আমাদের মানসিকতা বদলাতে হবে। আমরা জিততে চাই এমন মনোভাব দেখায়নি,' যোগ করেন বার্সা কোচ।
একাদশে পরিবর্তন আনার কারণ জানিয়ে আরও বলেন, 'আমরা কিছুটা ক্লান্তি লক্ষ্য করেছি, তাই আমরা রোটেশন করেছি, খেলোয়াড় পরিবর্তন করেছি। আমরা অনেক ম্যাচ খেলছি, কিন্তু আমরা একটি সুবর্ণ সুযোগ মিস করেছি, আমরা ১০ পয়েন্টের ব্যবধান গড়তে পারতাম, কিন্তু এটা সম্ভব হলো না।'
প্রতিপক্ষের মতো নিজেরা সেই তীব্রতা ও আবেগ দিয়ে খেলতে পারেননি জানিয়ে বলেন, 'আমরা সেই ৩-৪-৩ ফর্মেশনে খেলেছি, আরাহোকে সামনে রেখে... আমাদের ক্রসের সুযোগ ছিল, কিন্তু খুব স্পষ্ট নয়। আলমেরিয়া আজ জীবন দিয়ে খেলেছে এবং আমাদের সেই তীব্রতা এবং আবেগের অভাব ছিল। দ্বিতীয়ার্ধ ভিন্ন ছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, তারা খুব ভাল রক্ষণ করেছিল, তারা বক্সে খুব ভালো ছিল।'
তবে খুব শীগগিরই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় প্রকাশ করেন জাভি, 'অবশ্যই, আমরা ঘুরে দাঁড়াব। মানুষজন মনে করে না যে আমরা লা লিগা জিতব, শিরোপা জেতা আমাদের জন্য কঠিন হবে। আমরা রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের আরও আবেগ, তীব্রতা রাখতে হবে এবং গতি।'
Comments