আমি ফরাসিদের ভালোবাসি: এমিলিয়ানো
বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণ মঞ্চে অশ্লীল অঙ্গভঙ্গি। এরপর কিলিয়ান এমবাপের পুতুল হাতে নিয়ে বাসে ভ্রমণ। এছাড়াও আরও নানা কাণ্ডে এমিলিয়ানো মার্তিনেজের উপর বেজায় ক্ষিপ্ত ফরাসিরা। অথচ সেই ফরাসিদের কি-না অনেক ভালোবাসেন এ আর্জেন্টাইন অধিনায়ক।
সোমবার রাতে ফ্রান্সের প্যারিসে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০২২ সালের বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। সেখানে বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন এমিলিয়ানো। রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া ও সেভিয়ার মরোক্কান গোলরক্ষক ইয়াসিন বোনুকে পেছনে এ পুরষ্কার জিতে নিয়েছেন তিনি।
সমালোচনা হলেও কাতার বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সে সেরা পুরষ্কার মিলে এ গোলরক্ষকের। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে, নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল ও ফ্রান্সের বিপক্ষে ফাইনালের প্রতি ম্যাচেই শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ সেভে দলকে লড়াইয়ে রাখেন এমিলিয়ানো। ডাচ ও ফরাসিদের বিপক্ষে টাই-ব্রেকার জয়ের নায়কও তিনি।
তারকাখচিত সেই অনুষ্ঠানে সেরা গোলরক্ষক নির্বাচিত হওয়ার পর টিএমসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমিলিয়ানো বলেন, 'সিরিয়াসলি, এটা ছিল কেবল একটি ফুটবল ম্যাচ। সত্যি বলতে, আমি ফ্রান্সকে ভালোবাসি। আমি এখানে ছুটিতে অনেকবার এসেছি। আমি ফরাসিদের ভালোবাসি।'
ফরাসি অনেক সতীর্থ ও কোচের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে জানিয়ে এ গোলরক্ষক আরও বলেন, 'আমি অ্যাস্টন ভিলার দুই ফরাসি খেলোয়াড়ের সঙ্গে একটি রুম শেয়ার করেছি। এবং আমি আগেই বলেছি, আর্সেনালেও অনেক দুর্দান্ত খেলোয়াড় ছিল। আর্সেন ওয়েঙ্গার একজন কিংবদন্তি এবং তিনি এখন ফিফার হয়ে কাজ করেন। তাকে আবার দেখে ভালো লাগলো।'
Comments