লিভারপুল ৭:০ ম্যানচেস্টার ইউনাইটেড

ছবি: এএফপি

ধারাবাহিকতা আর ছন্দ খুঁজে ফেরা লিভারপুল হঠাৎ করে হয়ে উঠল অপ্রতিরোধ্য। তাদেরকে সামলানোর কোনো পথ খুঁজে পেল না উড়তে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে চোখ কপালে তোলা পারফরম্যান্স উপহার দিয়ে বিশাল জয় পেল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ইউনাইটেডকে গোলবন্যায় ভাসিয়েছে লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে তারা জিতেছে ৭-০ গোলে। প্রথমার্ধে এগিয়ে যাওয়া স্বাগতিকরা দ্বিতীয়ার্ধে জালের ঠিকানা খুঁজে নেয় আরও ছয়বার!

অলরেডদের পক্ষে জোড়া গোল করেন তিনজন। তারা হলেন ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো, উরুগুইয়ান ফরোয়ার্ড দারউইন নুনেজ ও মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। বদলি নেমে নিশানা ভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোও।

ছবি: এএফপি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত ২৬ ফেব্রুয়ারি অ্যানফিল্ডেই রিয়াল মাদ্রিদের কাছে ৫-২ গোলে হারে লিভারপুল। এরপর প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের মাঠে গোলশূন্য ড্র করে তারা। টানা দুই ম্যাচ জয়হীন থাকার ধাক্কা সামলে গত লড়াইয়ে নিজেদের মাঠে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ২-০ গোলে জেতে তারা। তবে এবার ইউনাইটেডের বিপক্ষে তারা যে নৈপুণ্য দেখাল তা রীতিমতো অবিশ্বাস্য!

সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১১ ম্যাচ অপরাজিত ছিল এরিক টেন হাগের শিষ্যরা। গত মাসে বার্সেলোনাকে বিদায় করে উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোতেও জায়গা করে নেয় তারা। তবে এই ম্যাচে তিক্ত হারের স্বাদ নেওয়ার পাশাপাশি চরমভাবে হতাশ করল রেড ডেভিলরা।

চলতি মৌসুমের লিগে দুই দলের আগের দেখায় জিতেছিল ম্যান ইউনাইটেড। গত অগাস্টে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে তারা ২-১ গোলে হারিয়েছিল লিভারপুলকে। তবে গত মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ আসরে দুবারই কুপোকাত হয়েছিল ইউনাইটেড। তারা লিভারপুলের কাছে ওল্ড ট্র্যাফোর্ডে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর অ্যানফিল্ডে ধরাশায়ী হয়েছিল ৪-০ গোলে।

প্রথমার্ধে সফরকারীরা বেশ কিছু ভালো সুযোগ তৈরি করে, যদিও বল দখল আর আক্রমণে আধিপত্য ছিল ক্লপের দলের। সম্ভাবনা জাগলেও আন্তোনি, ব্রুনো ফার্নান্দেস ও মার্কাস র‍্যাশফোর্ড পারেননি ইউনাইটেডকে গোল এনে দিতে। এমনকি ৪২তম মিনিটে কাসেমিরো বল জালেও পাঠিয়েছিলেন। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়।

ছবি: এএফপি

পরের মিনিটে পাল্টা আক্রমণে লিড পেয়ে যায় লিভারপুল। অ্যান্ড্রু রবার্টসনের পাসে গাকপো পরাস্ত করেন ইউনাইটেডের স্প্যানিশ গোলরক্ষক দাভিদ দে হেয়াকে। বিরতি থেকে ফিরে এসে প্রতিপক্ষকে পুরোপুরি নাকানিচোবানি খাইয়ে ছাড়ে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে তারা বসে পড়ে ম্যাচের চালকের আসনে।

৪৭তম মিনিটে নুনেজ লক্ষ্যভেদ করার পর ৫০তম মিনিটে ফের জাল কাঁপান গাকপো। ৬৬তম মিনিটে ম্যাচে নিজের প্রথম গোল পাওয়া সালাহ আরেকবার গোলের উল্লাস করেন ৮৩তম মিনিটে। মাঝে ৭৫তম মিনিটে নুনেজও স্বাদ নেন দ্বিতীয় গোলের। আর ৭৯তম মিনিটে বদলি হিসেবে নামা ফিরমিনো ইউনাইটেডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ৮৮তম মিনিটে।

অসাধারণ জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে লিভারপুল। ২৫ ম্যাচে তাদের অর্জন ৪২ পয়েন্ট। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে আসরের সফলতম ক্লাব ইউনাইটেড। সবার উপরে থাকা আর্সেনালের নামের পাশে রয়েছে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট।

Comments

The Daily Star  | English

Awami League tenure: ACC probing 15yrs of financial irregularities

The Anti-Corruption Commission (ACC) has launched an investigation into alleged corruption by individuals, financial institutions, industrial groups, and loan defaulters during the Awami League’s 15-year tenure, which it claims led to the destruction of the country’s financial system.

3h ago