আরও শক্তিশালী হয়ে ফিরবেন নেইমার
গোঁড়ালির ইনজুরিতে চলতি মৌসুমই শেষ হয়ে গেছে নেইমারের। মাঠে ফিরতে সময় লাগবে তিন থেকে চার মাস। তবে হাল ছাড়ছেন না পিএসজির এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আরো শক্তিশালী হয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন এ তারকা।
গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিলের বিপক্ষে ডান পায়ের গোঁড়ালির ইনজুরি পড়েন নেইমার। বড় ধরনের কোন ঝুঁকি এড়ানোর লক্ষ্যে ক্ষতিগ্রস্ত লিগামেন্টে অস্ত্রোপচারের প্রয়োজন বলে জানিয়েছে পিএসজির মেডিকেল টিম।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে দোহায় অস্ত্রোপচার করানো হবে নেইমারের। এই ইনজুরিতে হতাশ হলেও আরো বেশী শক্তিশালী হয়েই তিনি মাঠে ফেরার প্রত্যয় দেখিয়ে নেইমার সামাজিকমাধ্যম টুইটারে লিখেছেন, 'আমি আরও শক্তিশালী হয়ে ফিরব।'
I'll come back stronger pic.twitter.com/VBTH9MME02
— Neymar Jr (@neymarjr) March 6, 2023
এদিকে, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে বিদায়ের শঙ্কায় রয়েছে পিএসজি। আগামীকাল বুধবার দলদুটি দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামবে। এ ম্যাচে নেইমারকে না পাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা পিএসজির জন্য।
মৌসুমে এবার সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৮ গোল করেছেন নেইমার। বিশ্বকাপ বিরতির আগে ফরাসী চ্যাম্পিয়নদের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন এই ব্রাজিলিয়ান। তবে কাতার থেকে ফিরে নয় ম্যাচে মাত্র ৩ গোল করেছেন। কাতারেও ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে একই গোঁড়ালির ইনজুরিতে পড়েছিলেন তিনি।
২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে আসার পর থেকে নিয়মিত বিরতিতে ইনজুরিতে ভুগেছেন নেইমার। পিএসজির হয়ে এ পর্যন্ত ১৭৩ ম্যাচে খেললেও ইনজুরি কিংবা নিষেধাজ্ঞার কারণে মিস করেছেন ১০০রও বেশী ম্যাচ। লিগে তিনি পিএসজির হয়ে এ পর্যন্ত মাত্র ৪৯ শতাংশ ম্যাচ খেলেছেন (২২৮ ম্যাচের মধ্যে ১১২টি)।
Comments