ধর্ষণের অভিযোগের পরও পিএসজির স্কোয়াডে হাকিমি

আশরাফ হাকিমির বিরুদ্ধের ধর্ষণের অভিযোগ করেছেন ২৪ বছর বয়সী এক নারী। এ অভিযোগে প্রাথমিক তদন্ত শুরু করেছেন ফ্রান্সের কৌঁসুলিরা। ফলে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে তাকে স্কোয়াডে রাখা নিয়ে ছিল শঙ্কা। তবে সব ছাপিয়ে পিএসজি স্কোয়াডে রয়েছেন এ মরক্কোর এ ডিফেন্ডার।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন আগেই জানিয়েছিল, অভিযোগ থাকলেও দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত খেলতে পারবেন হাকিমি। কিন্তু লিগ ওয়ানের সবশেষ ম্যাচে নিঁসের বিপক্ষে তাকে রাখেনি পিএসজি। গুঞ্জন ছিল অভিযোগ থেকে মুক্ত হওয়ার আগ পর্যন্ত হয়তো তাকে আর ডাকবে না দলটি। কিন্তু বায়ার্নের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছে দলটি।

গত রোববার হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন সেই নারী। গত জানুয়ারিতে ইনস্টাগ্রামে পরিচয়। শনিবার হাকিমির সঙ্গে তার বাসায় দেখা করতে যান সেই নারী। এরপর অনৈতিক আচরণ শুরু করলে কাছের এক বন্ধুর সাহায্যে সে বাড়ি থেকে পালান বলে জানান তিনি।

২২ সদস্যের পিএসজি স্কোয়াড

আশরাফ হাকিমি, সের্জিও রামোস, মার্কুইনহোস, মার্কো ভেরাত্তি, কিলিয়ান এমবাপে, ফ্যাবিয়ান রুইজ, হুয়ান বার্নাট, দানিলো পেরেইরা, সের্জিও রিকো, ভিতিনহা, রেনেতো সানচেজ, নুনো মেন্ডেস, নর্দি মুকিলে, কার্লোস সোলের, টিমোথি পেম্বেলে, লিওনেল মেসি, এল চাদাইল্লে বিতশিয়াবু, ওয়ারেন জাইরে-এমেরি, ইসমাইল গারবি, হুগো একিতেকে, আলেকজান্ডার লেটেলিয়ার ও  জিয়ানলুইজী দোনারুমা।

Comments

The Daily Star  | English

Iran Guards say hit Israel's spy agency in Tel Aviv

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

7h ago