নেইমারকে ছাড়া পিএসজি বেশি ভারসাম্যপূর্ণ?

এক গোলের ব্যবধানে পিছিয়ে থেকে নামতে হচ্ছে। তার উপর খেলতে হবে প্রতিপক্ষের মাঠে। সমীকরণটা বেশ কঠিনই পিএসজির জন্য। তার উপর দলের অন্যতম সেরা তারকা নেইমারকে পাচ্ছে দলটি। কিন্তু তাকে ছাড়া দলের ভারসাম্যে তেমন কোনো সমস্যা নেই বলেই জানান পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।

এক গোলের ব্যবধানে পিছিয়ে থেকে নামতে হচ্ছে। তার উপর খেলতে হবে প্রতিপক্ষের মাঠে। সমীকরণটা বেশ কঠিনই পিএসজির জন্য। তার উপর দলের অন্যতম সেরা তারকা নেইমারকে পাচ্ছে দলটি। কিন্তু তাকে ছাড়া দলের ভারসাম্যে তেমন কোনো সমস্যা নেই বলেই জানান পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।

বুধবার রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামছে পিএসজি। ঘরে মাঠ পার্ক দি প্রিন্সেসে প্রথম লেগের ম্যাচে ০-১ গোলের ব্যবধানে বাভারিয়ানদের কাছে হেরে যায় প্যারিসের ক্লাবটি।

দ্বিতীয় লেগে মাঠে নামার আগে বারবারই ঘুরে ফিরে আসছে নেইমারের প্রসঙ্গ। গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে লিলের বিপক্ষে ডান পায়ের গোঁড়ালির ইনজুরি পড়েন তিনি। ঝুঁকি এড়াতে ক্ষতিগ্রস্ত লিগামেন্টে করাতে হবে অস্ত্রোপচার। যে কারণে চলতি মৌসুমে আর মাঠে নামার সম্ভাবনা নেই এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

নেইমার না থাকায় নিজেদের ফর্মেশনে পরিবর্তন আনতে হচ্ছে পিএসজি। নেইমার থাকলে সাধারণত ৪-৩-১-২ পদ্ধতিতে খেলে দলটি। তাকে ছাড়া ৫-৩-২ পদ্ধতিতে খেলার কথাই জানিয়েছে ফরাসি গণমাধ্যম। তাদের দাবি, আর এ পদ্ধতিতেই দলটি বেশি ভারসাম্যপূর্ণ!

বায়ার্নের বিপক্ষে গুরুত্বপূর্ণ এ ম্যাচে মাঠে নামার আগে ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ানের মুখোমুখি হন গালতিয়ের। সেখানে পিএসজি কোচ বলেন, 'নেইকে (নেইমার) ঘিরে তর্ক-বিতর্ক শুনি। কিন্তু আমরা এমন একজন খেলোয়াড়ের কথা বলছি যিনি মৌসুমের শুরু থেকে ১৭টি গোল করেছেন এবং ১১টি অ্যাসিস্ট করেছেন (আসলে ১৮টি গোল এবং ১৭টি অ্যাসিস্ট)।'

'যখন আমি পড়ি যে এটা (নেইমারকে ছাড়া) অনেক ভালো, না! এটা দলের জন্য একটি প্রতিবন্ধকতা। সে এমন একজন খেলোয়াড় যে সবসময়ই খুব পেশাদার। তবে দল কি আরও ভারসাম্যপূর্ণ? হ্যাঁ। কিন্তু এটা কি আসলেই ভালো? গোল করার জন্য নেই থাকলে ভালো হয়।'

চলতি মৌসুমে দারুণ খেলছিলেন নেইমার। বিশেষকরে কাতার বিশ্বকাপে খেলতে যাওয়ার আগ পর্যন্ত। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে এবার ১৮ গোল করেছেন। সঙ্গে ১৭টি অ্যাসিস্ট। তবে কাতার থেকে ফেরার পর ৯ ম্যাচে করেছেন মাত্র ৩ গোল। কাতারে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে এই গোঁড়ালির ইনজুরিতে পড়ে ছন্দ হারান তিনি। তবে সবমিলিয়ে নেইমারকে না পাওয়া বড় ধাক্কা পিএসজির জন্য।

Comments

The Daily Star  | English

‘Independents’ will stay in race

Says Hasina in face of 14-party allies’ demand for ‘cakewalk’ in shared seats

12h ago