এমবাপেকে আটকাতে পেরে দারুণ খুশি বায়ার্ন কোচ
চোটের কারণে প্রথম লেগে শুরুর একাদশে ছিলেন না কিলিয়ান এমবাপে। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে বায়ার্ন মিউনিখে প্রবল চাপ সৃষ্টি করেছিলেন তিনি। গোল না পেলেও দুইবার বল জড়িয়েছিলেন জালে। তাই সম্পূর্ণ ফিট এ তরুণ বড় হুমকি ছিলেন বাভারিয়ানদের জন্য। তবে তাকে আটকে দিতে সমর্থ হয়েছে তারা।
বুধবার রাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে পিএসজির বিপক্ষে ২-০ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। প্যারিসিয়ানদের মাঠ পার্ক দে প্রিন্সেসে প্রথম লেগে তারা জিতেছিল ১-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানের অগ্রগামিতায় আসরের কোয়ার্টার ফাইনালের টিকিট মিলল জার্মান বুন্দেসলিগার শিরোপাধারীদের।
তবে প্রথমার্ধের মিনিট বিশের মধ্যে বেশ কিছু আক্রমণে সহায়তা করতে পেরেছিলেন এমবাপে। কিন্তু এরপর আর সে অর্থে খুঁজেও পাওয়া যায়নি তাকে। তাকে আটকে দিতে দারুণভাবে সফল হয়েছেন বায়ার্ন ডিফেন্ডার ডায়ট উপামেকানো। আর তা করতে পেরে দারুণ খুশি বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসমান।
ম্যাচ শেষে এ কোচ বলেন, 'আমরা আমাদের গেম প্ল্যান দিয়ে পিএসজিকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, যার তাদের ক্রিয়াকলাপ বিকশিত হতে পারেনি। কিলিয়ান এমবাপ্পে যে খুব কম দাঁড়াতে পেরেছিল। তা প্রমাণ করে যে আমরা কাজটা ঠিকভাবে করেছি। আমরা দেখেছি যে মেসি প্রায়শই খুব ভিতরে ঢুকে গিয়েছিল কিন্তু আমরা এমবাপেকে বিচ্ছিন্ন রাখতে সক্ষম হয়েছি।'
এমবাপেকে আটকানোর কাজটা উপামেকানো দারুণভাবে করতে পারায় তার উচ্ছ্বসিত প্রশংসা করেন এ কোচ, 'ও দুর্দান্ত ছিল, ওর পারফরম্যান্স আমাকে অবাক করেনি। ও বিশ্বকাপেও দুর্দান্ত ছিল এবং আজ রাতে (বুধবার) ও এমবাপেকে নিভিয়ে রেখেছে। সাম্প্রতিক মাসগুলোতে, ও প্রচুর উন্নতি করেছে।'
সবমিলিয়ে দারুণ খুশি এ কোচ, 'প্রথমার্ধে, আমার খেলোয়াড়রা সম্পূর্ণরূপে নির্দেশাবলী অনুসরণ করেনি, আমরা প্যারিসিয়ানদের জায়গা ছেড়ে দিয়েছিলাম এবং যথেষ্ট ধৈর্যশীল ছিলাম না। দ্বিতীয়ার্ধে ভালোভাবে সংগঠিত হয়ে ফিরে আসার জন্য কাজগুলো করতে সক্ষম হয়েছি। শেষ পর্যন্ত, আমরা উপরে থেকেছি।'
Comments