'স্বপ্ন দেখতেই পারে মিলান'
১১ বছর পর গত মৌসুমে স্কুদেত্তো জিতেছিল এসি মিলান। এবার ১১ বছর পর ফের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। তাতে দারুণ উচ্ছ্বসিত কোচ স্তেফানো পিওলি। জানান, এবার 'স্বপ্ন দেখতেই পারে মিলান'।
বুধবার রাতে টটেনহ্যাম হটস্পার্সের মাঠে স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। এর আগে প্রথম লেগের ম্যাচে সানসিরোতে ১-০ গোলের ব্যবধানে জিতেছিল তারা। দুই লেগ মিলিয়ে ১-০ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় রোজোনেরিরা।
ভাগ্য সঙ্গে থাকলেও দ্বিতীয় লেগেও জয় পেত মিলান। আক্রমণে টটেনহ্যাম কিছুটা এগিয়ে থাকলেও গোল করার মতো পরিষ্কার সুযোগ মিলানই তৈরি করেছিল বেশি। একবার তো ডেভিড ওরিগির শট বারপোস্টে লেগে ফিরে আসে। সবমিলিয়ে দলকে নিয়ে দারুণ আশাবাদী কোচ পিওলি।
ম্যাচ শেষে রোজোনারিদের কোচ বলেন, 'মিলান স্বপ্ন দেখতেই পারে। খেলাধুলায় অসম্ভব বলে কিছু নেই। স্পষ্টতই, ইউরোপে শুধুমাত্র সেরারাই টিকে রয়েছে এবং প্রতিটি রাউন্ড আরও কঠিন হয়ে উঠছে। ইউরোপের সমস্ত অভিজ্ঞতা - বিশেষ করে নেতিবাচক অভিজ্ঞতাগুলো - আমাদের একটি স্তরে এগিয়ে যেতে সাহায্য করে। আমাদের আত্মবিশ্বাস নিয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে হবে।'
যোগ্য হিসেবেই কোয়ার্টার ফাইনালে উঠেছেন বলে দাবি করেন তিনি, 'আমরা ভালো করেছি। দলকে চরিত্র নিয়ে খেলতে বলেছিলাম এবং সত্য কথা বলতে গেলে আমরা প্রথমার্ধে আরও বেশি দখল করতে পারতাম। আমরা কখনও হাল ছাড়ি না। দুই পায়ে আমরা যেভাবে খেলেছি তা বিবেচনা করে এই অগ্রগামিতা আমাদের সম্পূর্ণ প্রাপ্য।'
এবার সিরিআতে বাড়তি নজর দেওয়ার কথা বলেন পিওলি, 'আমরা ড্রয়ের জন্য অপেক্ষা করছি এবং দেখি কী হয়। আমরা একটি ভালো প্রতিপক্ষের সঙ্গেই খেলতে হবে টটেনহ্যামও বড় দল এবং আমরা সবসময় আমাদের কথা বলতে পারি। স্বপ্ন দেখা ভালো। এখন আমাদের সিরিআতে ফোকাস করতে হবে, যেখানে আমাদের মেকআপ করার জন্য কিছু হারিয়ে গেছে।'
Comments