লরিসের অবসরে ফ্রান্সের নেতৃত্বে এমবাপে

সোমবার বার্তা সংস্থা এএফপি ফ্রান্স দলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে দিয়েছে এই খবর। তারা জানায়, কোচ দিদিয়ের দেশমের সঙ্গে আলোচনার পর ২৪ বছর বয়েসী এমবাপে অধিনায়কত্বের প্রস্তাব গ্রহণ করেছেন।
ছবি: এএফপি

হুগো লরিসের নেতৃত্বে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। ২০২২ বিশ্বকাপেও আরেকটি শিরোপার খুব কাছে চলে গিয়েছিল তারা। এরপর চলতি বছর শুরুতে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন এই গোলকিপার। তার জায়গায় ফ্রান্স জাতীয় দলের নেতৃত্ব পাচ্ছেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

সোমবার বার্তা সংস্থা এএফপি ফ্রান্স দলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে দিয়েছে এই খবর। তারা জানায়, কোচ দিদিয়ের দেশমের সঙ্গে আলোচনার পর ২৪ বছর বয়েসী এমবাপে অধিনায়কত্বের প্রস্তাব গ্রহণ করেছেন।

টটেনহ্যাম হটস্পার তারকা লরিস গত কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর বিদায়ের সিদ্ধান্ত নেন। জানুয়ারি মাসে জানিয়ে দেন আর আন্তর্জাতিক ফুটবল খেলবেন না তিনি। তাতে এক দশকের অধ্যায়ের সমাপ্তি হয়ে যায়।

দলের জন্য একজন সহ-অধিনায়কও ঠিক করেছে ফ্রান্স। ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজম্যান পেয়েছেন সেই দায়িত্ব। দেশের হয়ে ৬৬ ম্যাচ খেলেছেন এমবাপে। ২০১৮ বিশ্বকাপ জেতার পথে বড় অবদান ছিল তার। করেছিলেন ৪ গোল। ২০২২ বিশ্বকাপে সর্বোচ্চ ৮ গোল করে জেতেন গোল্ডেন বুট। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন তিনি। দুই বিশ্বকাপেই ১২ গোল করা এমবাপের সামনে আগামীতে সুযোগ আছে সব রেকর্ড নিজের করে নেওয়ার।

বিশ্বকাপ ফাইনালের পর আগামী শুক্রবার প্রথম মাঠে নামবে ফ্রান্স। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইতে নেদারল্যান্ডের মুখোমুখি হবে তারা।

Comments