রোনালদোর মতো কিংবদন্তী হবেন এমবাপে, বিশ্বাস কোচের

সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের প্রথম মৌসুম শেষ না হতেই ছুঁয়ে ফেলেছেন ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড। যাকে শৈশব থেকেই নিজের আদর্শ মানেন কিলিয়ান এমবাপে। খুব শিগগিরই হয়তো পর্তুগিজ তারকার ৩৩ গোলের রেকর্ডকে ছাড়িয়েও যাবেন। তবে এখানেই শেষ নয়, রোনালদোর মতো এমবাপেও রিয়াল মাদ্রিদের কিংবদন্তী হতে পারেন বলে মনে করেন কোচ কার্লো আনচেলত্তি।

গত গ্রীষ্মে প্যারিস সেন্ট-জার্মেই থেকে মাদ্রিদে যোগ দেওয়ার পর শুরুতে কিছুদিন সংগ্রাম করলেও ধীরে ধীরে মানিয়ে নিয়ে ধারাবাহিকভাবে দারুণ ফুটবল খেলে যাচ্ছেন এমবাপে। আর এই ধারায় খেলে গেলে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা রোনালদোকে ছাড়ানো সম্ভব বলে মনে করেন রিয়াল কোচ।

সোমবার সংবাদ সম্মেলনে এমবাপেকে নিয়ে আনচেলত্তি বলেন, 'আমি চাই এমবাপে যেন রোনালদোর মতো সাফল্য অর্জন করতে পারে রিয়াল মাদ্রিদে—আর আমার বিশ্বাস, সে তা পারবেও। এর মানে সে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি হয়ে উঠবে, যেমনটি রোনালদো হয়েছেন।'

রোনালদো ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে যোগ দেন এবং ২০১৮ সালে ক্লাব ছাড়ার সময় সর্বোচ্চ ৪৫০ গোলের মালিক ছিলেন। বর্তমানে ৪০ বছর বয়সী রোনালদো সৌদি আরবের আল-নাসরে খেলছেন। রিয়াল মাদ্রিদের হয়ে তার প্রথম মৌসুমে তিনি ৩৫ ম্যাচে ৩৩ গোল করেছিলেন।

এদিকে, ২৬ বছর বয়সী এমবাপে গত শনিবার লা লিগায় লেগানেসের বিপক্ষে জোড়া গোল করে রোনালদোর রেকর্ড ছোঁয়ার মুহূর্তকে 'খুবই বিশেষ' বলে মন্তব্য করেছেন, 'আমরা জানি, রোনালদো রিয়াল মাদ্রিদের জন্য কী অর্থ বহন করে। আমিও তাকে খুব শ্রদ্ধা করি, আমাদের মাঝে কথা হয়, তিনি আমাকে অনেক উপদেশ দেন।'

এ মৌসুমে এখনো তিনটি শিরোপার লড়াইয়ে টিকে রয়েছে রিয়াল মাদ্রিদ, ফলে এমবাপের সামনে তার গোলসংখ্যা বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। মঙ্গলবার কোপা দেল রে'র সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল সোসিয়েদাদকে আতিথ্য দেবে আনচেলত্তির দল। প্রথম লেগে সান সেবাস্তিয়ানে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল তারা।

যদি রিয়াল মাদ্রিদ শিরোপা জয় করে, তবে আনচেলত্তি হবেন ক্লাবের ইতিহাসে প্রথম কোচ, যিনি তিনবার এই শিরোপা জিতবেন, 'ফাইনালের এত কাছে আসাটা আমাকে, খেলোয়াড়দের এবং ক্লাবকে অনুপ্রাণিত করছে। কোনো প্রতিযোগিতার ফাইনালে খেলা নিজেই এক বড় অর্জন, আর যখন আমরা এতটা কাছে, একটা ছোট সুবিধাও আছে, এবং আমাদের সমর্থকরা পাশে থাকবে— এটা আমাদের আরও বেশি উদ্দীপ্ত করছে।'

Comments

The Daily Star  | English

Crime ‘stable’ at 11 murders, 15 rapes a day!

The chief adviser's press wing goes on to assert that the official crime statistics from September 2024 to June 2025 do not "completely" support the claim that crime is sharply rising this year.

13h ago