মেসির নামে আর্জেন্টিনার অনুশীলন সেন্টার
কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে ক্যারিয়ারের সম্ভাব্য সব কিছু জিতেছেন লিওনেল মেসি। তার হাত ধরেই ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছে আর্জেন্টিনা। চারদিকে তখন থেকেই চলছে মেসির নামে জয়ধ্বনি। এবার তার প্রতি আরও সম্মান দেখালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তাদের অনুশীলন সেন্টারের নাম মেসির নামে করেছে সংস্থাটি।
নিজেদের ভেরিফাইড টুইটারে ছবি আপলোড করে নতুন নামকরণের বিস্তারিত জানিয়েছেন এএফএ প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া। সেখানে এএফএ প্রেসিডেন্ট লিখেছেন, 'যে অনুশীলন সেন্টারটি আগে কাসা ডি ইজিজা নামে পরিচিত ছিল, সেটি ২৫ মার্চ থেকে "লিওনেল আন্দ্রেস মেসি" নামে পরিচিত হবে। আমরা কাসা ডি ইজিজায় একটি ঐতিহাসিক যুগ পার করে এসেছি। এখন বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন নামকরণ হল।'
এমন সম্মান পেয়ে আবেগাপ্লুত মেসিও। এ ঘোষণার পর ইনস্টাগ্রামে আর্জেন্টাইন অধিনায়ক লিখেছেন, 'এই স্বীকৃতি আমার প্রাপ্ত সেরা স্বীকৃতিগুলোর মধ্যে একটি। যা অনেক বেশি সম্মানের, আপনাদের সবাইকে ধন্যবাদ।'
কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেসি। সাতটি গোল ও তিনটি অ্যাসিস্টে টুর্নামেন্ট সেরাও হন তিনি। বিশ্বকাপের পর পানামার বিপক্ষে বৃহস্পতিবার ২-০ গোলের জয়ে একটি গোল করে স্পর্শ করেছেন ক্যারিয়ারের ৮০০তম গোল। প্যারিসে ফিরে যাওয়ার আগে আগামী মঙ্গলবার আরেকটি প্রীতি ম্যাচে কুরাসাওর মোকাবেলা করবেন মেসিরা।
Comments