লিভারপুলের বিপক্ষে নেই সিটির গোলমেশিন হালান্ড

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে ৩৭ গোল করেছেন হালান্ড। সবশেষ দুই ম্যাচেই তিনি লক্ষ্যভেদ করেছেন আটবার। বার্নলির বিপক্ষে হ্যাটট্রিকের আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আরবি লাইপজিগের জালে পাঁচবার বল পাঠান তিনি।
ছবি: এএফপি

লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি। চোটের কারণে খেলতে পারছেন না তাদের গোলমেশিন আর্লিং হালান্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লিভারপুলের মুখোমুখি হয়েছে সিটি। খেলা শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩০ মিনিটে।

কুঁচকির চোটে ভুগছেন ২২ বছর বয়সী নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্ড। গত ১৮ মার্চ বার্নলির বিপক্ষে এফএ কাপের ম্যাচে চোট পান তিনি।

ম্যাচের আগে সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা বলেছেন, 'সে ফিট নেই। সে ভালো বোধ করছে না। এটা বড় কোনো ইস্যু নয়।'

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে ৩৭ গোল করেছেন হালান্ড। সবশেষ দুই ম্যাচেই তিনি লক্ষ্যভেদ করেছেন আটবার। বার্নলির বিপক্ষে হ্যাটট্রিকের আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আরবি লাইপজিগের জালে পাঁচবার বল পাঠান তিনি।

অলরেডদের বিপক্ষে হালান্ডের না খেলার ব্যাপার অবশ্য শুরুতে গোপন রেখেছিলেন গার্দিওলা। তিনি বলেছিলেন, অনুশীলনের পর হালান্ডের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। তবে গতকাল শুক্রবার অনুশীলনেই অংশ নেননি হালান্ড।

প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানে পয়েন্ট তালিকার দুইয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন সিটিজেনরা। ২৭ ম্যাচে তাদের অর্জন ৬১ পয়েন্ট।

২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। শিরোপার দৌড় থেকে ছিটকে যাওয়া লিভারপুলের পয়েন্ট ২৬ ম্যাচে ৪২। তারা আছে ছয় নম্বরে।

Comments