মালদিনির দেখা সেরা তিনে আছেন মেসিও
সর্বকালের সেরা ডিফেন্ডার তালিকা করলে সবার আগেই উঠে আসে পাওলো মালদিনির নাম। মাঠে তার পজিশনিং এতোটাই ভালো থাকতো যে তার খুব একটা ট্যাকল করতে হতো না। নামীদামী অনেক খেলোয়াড়দের তুরি মেরেই সামলেছেন এ ডিফেন্ডার। কিন্তু তারপরও কিছু খেলোয়াড়কে সামলাতে বেশ সমস্যায় পড়তে হতো তাকে। আর এ দুই খেলোয়াড় আর কেউ নন, দুই কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা ও রোনালদো নাজারিও।
এর আগে বেশ কিছু সাক্ষাৎকারেই ম্যারাডোনা ও রোনালদোর প্রশংসায় মেতেছেন মালদিনি। ফুটবল ক্যারিয়ারে তাদের সামলাতে বেগ পেতে হতো, তা অকপটেই স্বীকার করেছেন। নিজের দেখা সেরা খেলোয়াড়ের তালিকায় সবসময়ই তাদের নাম রেখেছেন তিনি। কিন্তু সেরা তিন খেলোয়াড় বাছাই করতে গিয়ে তাদের সঙ্গে লিওনেল মেসির নাম বলেছেন এ ইতালিয়ান।
সম্প্রতি স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মালদিনি বলেছেন, তার দেখা সেরা তিন খেলোয়াড় হচ্ছেন ম্যারাডোনা, রোনালদো ও মেসি। প্রতিপক্ষ হিসেবে না খেললেও মেসির বিপক্ষে ঠিক ততোটাই বেগ পোহাতেন বলে মনে করেন মালদিনি যতোটা পড়েছিলেন ম্যারাডোনা ও রোনালদোকে সামলাতে।
১৯৮৫ সালে ফুটবল ক্যারিয়ার শুরু করেন মালদিনি। এর কয়েক বছর পরই ইতালির নাপোলিতে যোগ দেন ম্যারাডোনা। আর রোনালদো ইন্টার মিলানে যোগ দেওয়ার তার বিপক্ষেও খেলা হয়েছে মালদিনির। তবে এ দুই খেলোয়াড় ছাড়া জিনেদিন জিদান ও রোনালদিনহোর মতো তারকা খেলোয়াড়দের বিপক্ষেও খেলেছেন। তবে তাদের নিজের পছন্দের তালিকায় রাখেননি তিনি।
Comments