রোনালদোর সঙ্গে 'দ্বন্দ্বে' ছাঁটাই হতে পারেন আল-নাসর কোচ
পয়েন্ট টেবিলের মাঝামাঝি দলের বিপক্ষে গোলশূন্য ড্র। তাতে শিরোপা লড়াই থেকে কিছুটা পিছিয়ে পড়েছে আল-নাসর। এরমধ্যেই আবার দলের প্রধান তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে কোচ রুডি গার্সিয়ার দ্বন্দ্বের গুঞ্জন উঠেছে সৌদি আরবের গণমাধ্যমে। এমনকি কোচকে ছাঁটাই করার গুঞ্জনও চাউর।
সোমবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল-ফেইহার সঙ্গে গোলশূন্য ড্র করে আল-নাসর। সে ম্যাচ শেষেই অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় রোনালদোকে। মূলত বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করে নিজের উপরই বিরক্ত ছিলেন তিনি। তার উপর কোচের কটাক্ষ শুনতে হয়েছে তাকেও।
ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্সে অসন্তুষ্ট ছিলেন না গার্সিয়া। ড্রেসিংরুমে ক্লাবের তারকা খেলোয়াড়দের পুরো সময় তিরস্কার করেছিলেন। বিষয়টি মেনে নিতে পারছেন না রোনালদো। সংবাদ সম্মেলনেও অসন্তোষ প্রকাশ করেছেন গার্সিয়া, 'আমি (খেলোয়াড়দের) পারফরম্যান্সে সন্তুষ্ট নই। শেষ ম্যাচের (আল-আদালাহর বিপক্ষে) সমান লেভেলে চেয়েছিলাম কিন্তু তার কিছুই হয়নি।'
এদিকে সৌদি গণমাধ্যমের দাবি, কোচের দর্শনের সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছেন রোনালদো। গার্সিয়ার কৌশল মোটেও পছন্দ নয় তার। তার মতে, খেলোয়াড়দের কাছ থেকে আরও বেশি কিছু পাওয়া উচিত দলের। খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা আদায় করতে পারছেন না কোচ। লিগে তারাই চ্যাম্পিয়ন হওয়ার দাবীদার বলে মনে করেন ৩৮ বছর বয়সী এ তারকা।
সৌদি প্রো লিগে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে আল-নাসর। ২৩ ম্যাচে ১৬টি জয় ও ৫টি ড্রয়ে তাদের সংগ্রহ ৫৩ পয়েন্ট। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল ইতিহাদ।
Comments