ছাঁটাই হলেন রোনালদোদের কোচ
গত কয়েকদিন থেকেই গুঞ্জন ছিল ছাঁটাই হতে যাচ্ছেন আল-নাসর কোচ রুডি গার্সিয়া। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হয়েছে। ছাঁটাই হয়েছেন এ ফরাসি কোচ। দায়িত্ব গ্রহণের এক বছর পার না হতেই চাকুরী হারাতে হলো তাকে। বৃহস্পতিবার সামাজিকমাধ্যম টুইট করে গার্সিয়াকে ছাঁটাইয়ের কথা জানায় আল-নাসর।
সৌদির গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে চাকুরী হারান গার্সিয়া। গত সোমবার রাতে পয়েন্ট টেবিলের মাঝামাঝি দল আল-ফেইহার সঙ্গে গোলশূন্য ড্র করে খেলোয়াড়দের দুষছিলেন এ কোচ। মূলত তার ইঙ্গিত ছিল দলের বড় খেলোয়াড়দের দিকে। সেটা ভালোভাবে নেননি রোনালদো।
সেই ম্যাচে সহজ কিছু সুযোগ নষ্ট করে নিজের উপর এমনিতেই বিরক্ত ছিলেন রোনালদো। তার উপর কোচের কটাক্ষ শুনতে হয় তাকে। সংবাদ অনুযায়ী, এরপর কর্তৃপক্ষের কাছে নালিশ করেন রোনালদো। কোচ খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনতে না পারছেন না বলেই জানান। রোনালদোর আরজি মেনে নেয় আল-নাসর।
সেদিন ম্যাচ শেষে ড্রেসিংরুমে ক্লাবের তারকা খেলোয়াড়দের পুরো সময় তিরস্কার করেছিলেন গার্সিয়া। সংবাদ সম্মেলনেও অসন্তোষ প্রকাশ করে কোচ বলেছিলেন, 'আমি (খেলোয়াড়দের) পারফরম্যান্সে সন্তুষ্ট নই। শেষ ম্যাচের (আল-আদালাহর বিপক্ষে) সমান লেভেলে চেয়েছিলাম কিন্তু তার কিছুই হয়নি।'
সৌদি প্রো লিগে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে আল-নাসর। ২৩ ম্যাচে ১৬টি জয় ও ৫টি ড্রয়ে তাদের সংগ্রহ ৫৩ পয়েন্ট। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল ইতিহাদ।
Comments