মৌসুমই শেষ মার্তিনেজের

'মার্তিনেজের চোট ভালো দেখাচ্ছে না,' ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই বলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। যদিও তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত লম্বা সময়েই জন্যই ছিটকে গেলেন এ লিসান্দ্রো মার্তিনেজ। চলতি মৌসুমেই আর মাঠে ফেরার সম্ভাবনা নেই তার।
গত বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে সেভিয়ার বিপক্ষে ২-২ ড্র করে ড্র করার ম্যাচে চোট পান মার্তিনেজ। ম্যাচের ৮৬তম মিনিটে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের বাধা এড়িয়ে এগিয়ে যাওয়ার সময় পা চেপে ধরে পড়ে যান এ আর্জেন্টাইন। পরে জাতীয় দলের দুই সতীর্থ মার্কোস আকুনা ও গঞ্জালো মন্তিয়েলের কাঁধে চড়ে মাঠ ছাড়েন তিনি।
সে ম্যাচে চোট পেয়েছিলেন আরেক ডিফেন্ডার রাফায়েল ভারানও। তাকেও কিছু দিনের জন্য পাচ্ছে না দলটি। মাঠে ফিরতে তার কয়েক সপ্তাহ লাগতে পারে। ফলে বেশ বড় ধাক্কাই খেলেন রেড ডেভিলরা। মৌসুমে এখনও অনেকটা পথ বাকি।
এ দুই তারকার ইনজুরি নিয়ে এক বিবৃতিতে ইউনাইটেড জানিয়েছে, 'পায়ের মেটাটারসাল হাড় ভেঙে নেওয়ায় মৌসুমের বাকি সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন লিসান্দ্রো মার্তিনেজ। তবে আগামী মৌসুমের প্রস্তুতিতে আর্জেন্টাইন ডিফেন্ডার নির্দিষ্ট সময়ের মধ্যেই সেরে উঠবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। একই ম্যাচে চোটের কারণে বদলি হিসেবে উঠে যাওয়া রাফায়েল ভারানকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ম্যানচেস্টার ইউনাইটেডে সবাই লিসান্দ্রো ও ভারানের প্রতি শুভেচ্ছা এবং দ্রুত সুস্থতা কামনা করছে।'
চলতি মৌসুমের শুরুতেই ইউনাইটেডে যোগ দিয়েছিলেন মার্তিনেজ। তার উচ্চতা নিয়ে নানা আলোচনা থাকলেও অল্প দিনের মধ্যেই জায়গা করে মূল একাদশে। মাঠেও খেলছিলেন দুর্দান্ত। এরমধ্যেই ইউনাইটেডের হয়ে শিরোপার দেখা পেয়েছেন। আর্জেন্টিনার হয়ে জিতেছেন বিশ্বকাপও।
Comments