লাপোর্তার অভিযোগের পাল্টা জবাব দিয়েছে রিয়াল

রেফারিদের অর্থ দেওয়ার অভিযোগে তদন্ত চলছে বার্সেলোনার বিরুদ্ধে। তাতে বেজায় ক্ষিপ্ত বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। এ তদন্তকে নোংরা প্রচারণার অংশ হিসেবে অভিহিত করে, রেফারিদের থেকে সুবিধা উল্টো রিয়াল মাদ্রিদই পায় বলে তোপ দাগিয়েছিলেন তিনি। বার্সা সভাপতির এমন অভিযোগের জবাব দিয়েছে লস ব্লাঙ্কোসরা।
সাম্প্রতিক সময়ে স্পেনের ফুটবলের মূল আলোচনার বিষয়ই 'নেগ্রেরিয়া' কাণ্ড। এ দ্বন্দ্বে এখন তো মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল ও বার্সা। চলছে কাঁদা ছোড়াছুড়ি। লাপোর্তার অভিযোগের ভিত্তিতে একটি ভিডিও চিত্র বানিয়ে জবাব দিয়েছে মাদ্রিদের ক্লাবটি।
বার্সেলোনার বিপক্ষে অভিযোগ স্পেনের রেফারিদের টেকনিক্যাল কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট হোসে মারিয়া এনরিকেস নেগ্রেরিয়ার কোম্পানি 'ডিএএসএনআইএল নাইন্টি ফাইভ'কে ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে ৭.৩ মিলিয়ন ইউরো প্রদান করেছে বার্সেলোনা।
মূলত স্পেনের গণমাধ্যমে প্রথমে উঠে আসে প্রসঙ্গটি। তখন বলা হয়েছিল ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে নেগ্রেরিয়ার কোম্পানিকে প্রায় দেড় মিলিয়ন ইউরো দিয়েছে বার্সেলোনা। দুর্নীতি, বিশ্বাস ভঙ্গ এবং মিথ্যা ব্যবসায়িক রেকর্ডের অভিযোগে বর্তমানে তদন্ত করছে স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিস। তদন্ত করছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও। আর বার্সার বিরুদ্ধে তো আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় রিয়াল।
এর মাঝেই আগের দিন পাল্টা অভিযোগ করেন বার্সা সভাপতি। রিয়াল সব সময়ই রেফারিদের সহায়তা পেয়ে আসছে বলে দাবি করেন তিনি। রিয়ালকে 'ক্ষমতাসীনদের দল' উল্লেখ করে বলেন, 'রেফারির সিদ্ধান্তের কথা বললে ঐতিহাসিকভাবে রিয়ালই সুবিধা পাওয়া দল। সাম্প্রতিক সময়েও এমন সুবিধা তারা পেয়েছে। ক্ষমতার কাছাকাছি থাকার কারণে এটা ক্ষমতাসীনদের দল হিসেবে পরিচিত। সেটা রাজনৈতিক ক্ষমতা হোক কিংবা অর্থনৈতিক।'
লাপোর্তার এমন অভিযোগের পর রিয়াল মাদ্রিদ টিভির পক্ষ থেকে এক ভিডিও চিত্রে বার্সার সঙ্গে ডানপন্থী স্বৈরশাসক জেনারেল ফ্রাঙ্কোর সম্পর্কের দিকগুলো তুলে ধরেন। ১৯৩৯ থেকে ১৯৭৫ সালে ফ্রাঙ্কোর মৃত্যু পর্যন্ত বার্সেলোনা ও রিয়ালের সাফল্যের চিত্রও তুলে ধরেন তারা।
ভিডিওতে প্রথমেই প্রশ্ন করা হয় 'শাসকের দল কোনটি?' এরপর বলা হয়, 'ন্যু ক্যাম্পের উদ্বোধন করেন ফ্রাঙ্কোর মন্ত্রী জোসে সলিস রুইজ। ফ্রাঙ্কোকে ১৯৬৫ সালে সম্মানসূচক সদস্য পদ দেয় বার্সেলোনা এবং তিনটি অনুষ্ঠানে তাকে পুরস্কার প্রদানও করে।'
উল্লেখ্য, ফ্রাঙ্কোর আমলে ৮টি লা লিগা এবং ৯টি কোপাস দেল জেনারেল (বর্তমান কোপা দেল রে) জিতেছে বার্সেলোনা। এ সময়ে রিয়াল ১৪টি লিগ জিতলেও মাঝে তাদের অপেক্ষা করতে হয়েছিল ১৫ বছর। এছাড়া এ সময়ে ৬টি কোপাস দেল জেনারেলও জিতেছে রিয়াল।
Comments