'মিরাকলে'র আশায় বায়ার্ন

ইতিহাদে ৩-০ গোলের ব্যবধানে হার। তাতে সেমি-ফাইনালের পথ অনেকটাই কঠিন হয়ে গেছে বায়ার্ন মিউনিখের। দ্বিতীয় লেগের ম্যাচটি অ্যালিয়াঞ্জ অ্যারেনায়। কিন্তু দারুণ ছন্দে উড়তে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে কাজটা তারপরও বেজায় কঠিন তা ভালো করেই জানেন কোচ টমাস টুখেল। তারপরও 'মিরাকল' কিছু ঘটিয়েই সেমি-ফাইনালে জায়গা করে নিতে চান তিনি।
তবে প্রথম লেগে বড় হারের পর নিজেদের মাঠে ঘুরে দাঁড়ানোর অনেক রেকর্ডই রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। সবশেষ লিভারপুল বার্সেলোনার মাঠে ০-৩ ব্যবধানে হেরে এসে নিজেদের মাঠে তারা জেতে ৪-০ ব্যবধানে। এমন রেকর্ড রয়েছে বায়ার্নেরও। ২০১৪/১৫ মৌসুমের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে পোর্তোর মাঠে ৩-১ গোলে হেরে এসে নিজেদের মাঠে তারা জিতেছিল ৬-১ গোলের ব্যবধানে।
তবে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে থাকা প্রতিপক্ষ ম্যানসিটি হওয়াতে বাস্তবতা অনেকটাই ভিন্ন। তবে নিজেদের উপর আস্থা হারাচ্ছেন না টুখেল, 'আমাদের অলৌকিক কিছুর প্রয়োজন। এটা সত্যি বলতে মিরাকল হবে। কাজটা কঠিন, ভীষণ চ্যালেঞ্জিং। তবে আমাদের বিশ্বাস রাখতে হবে। নিজেদের ওপর বিশ্বাস আছে আমাদের।'
তবে কোনো ধরণের স্বপ্ন দেখতে রাজী নন টুখেল, 'আমরা স্বপ্ন দেখতে চাই না। স্বপ্ন দেখা হলো ঘুমানোর মতো কিছু একটা ব্যাপার। এই ম্যাচে এক সেকেন্ডের জন্যও ঘুমানো যাবে না। আমাদের বিশ্বাস করতে হবে এবং পারফরম্যান্স, টিম স্পিরিট ও প্রাণশক্তি দিয়েই এটা ঘটাতে হবে। আমরা রয়েছি, সমর্থকেরাও আমাদের সঙ্গে লড়তে তৈরি। তবে বাস্তবতা মাথায় রেখে এগোতে হবে আমাদের।'
ছোট ছোট পদক্ষেপ নিয়েই জয়ের পথে এগিয়ে যেতে হবে জানান এ কোচ, 'এখনই পর্বতের চূড়ার দিকে তাকালে এটা ধরাছোঁয়ার বাইরে মনে হতে পারে। আমাদের তাই একটি করে পদক্ষেপে এগোতে হবে। একটু একটু করে। চ্যালেঞ্জ এমনিতেই যথেষ্টই কঠিন, এটার পরিধি চিন্তা করে আরও কঠিন করে তোলা যাবে না। আমরা যাত্রা শুরু করব এবং শেষ পর্যন্ত যেতে লড়াই করব।'
উল্লেখ্য, অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আজ বুধবার রাতেই দ্বিতীয় লেগের ম্যাচে সিটির মুখোমুখি হতে যাচ্ছে বায়ার্ন।
Comments