মেসি না ফিরলে তেবাসের 'বোকামি'ই দায়ী থাকবে: বার্সা সহ-সভাপতি

আগামী মৌসুমে কোন ক্লাবে খেলবেন লিওনেল মেসি? ফুটবল মহলে এখন এটাই সবচেয়ে বড় আলোচনার বিষয়। পিএসজির সঙ্গে সম্পর্ক এক প্রকার চুকেই গেছে আর্জেন্টাইন অধিনায়কের। বার্সেলোনায় ফেরার গুঞ্জনই চড়া। তবে তার ফেরার পথে বড় বাধা হতে পারে লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লে পলিসি। তবে শেষ পর্যন্ত যদি মেসিকে দলে না ফেরানো যায় তাহলে সেটা লা লিগা সভাপতি হ্যাভিয়ার তেবাসের বোকামির কারণেই হবে বলে মনে করেন বার্সার সহ-সভাপতি হুলি গুইউ।

লা লিগার এই আর্থিক নিয়ম-নীতির কারণেই গত মৌসুমের শুরুতে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেননি বার্সা। শেষ মুহূর্তে ভেস্তে যায় সব কিছু। তবে দুই মৌসুম পর আবার তাকে ফেরানোর সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু এবারও সেই একই বাঁধা। যদিও চলতি মৌসুমের শুরুতে ক্লাবের বিপুল পরিমাণ সম্পদ বিক্রি করেছে ক্লাবটি। সে অর্থ ব্যয় হয়েছে খেলোয়াড় কিনতে গিয়েই। মেসিকে ফেরাতে হলে ক্লাবের ব্যয় কমাতেই হচ্ছে। কিন্তু তা এক অর্থে বেশ কঠিনই। তবে লা লিগা কমিটি সহায়তা করলে সহজ হবে বিষয়টি।

কিন্তু প্রশ্ন হচ্ছে লা লিগা সভাপতি বার্সেলোনাকে সাহায্য করবেন কি-না। তবে কোনো ইতিবাচক সংবাদ কখনোই দেননি তেবাস। আগের দিনও মেসির ফেরা প্রসঙ্গে তেবাস বলেছেন, 'বার্সেলোনার পক্ষে বর্তমানে মেসিকে লা লিগায় নিবন্ধন করা সম্ভব নয়। তবে এখনও সময় আছে। মেসিকে লা লিগায় ফেরানো নিয়ে আমাদেরও আগ্রহ রয়েছে। তবে আমরা তার নিবন্ধনের জন্য অর্থনৈতিক বিষয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিয়মের কোনো পরিবর্তন করতে চাই না।'

আর তেবাসের এ মন্তব্যকে সূত্র ধরেই বার্সেলোনার সহ- সভাপতি গুইউ স্প্যানিশ টিভি চ্যানেল আরএসিওয়ানের একটি প্রোগ্রামে বলেছেন, 'এটা (মেসিকে ফেরানো) খুবই ভালো সংবাদ। যে পরিসংখ্যান প্রকাশিত হয়েছে তার জন্য নয়, তবে এটি ভাল খবর হতে পারে। সে এখনও বিশ্বের এক নম্বর ফুটবলার, এতে কোনো সন্দেহ নেই। মেসির যে চাহিদা রয়েছে তা এখনও হালান্ডের নেই। এটা স্পষ্ট যে তার প্রত্যাবর্তন বিপণনের জগতে ইতিবাচক হবে। তবে এর মানে এই নয় যে সে ফিরে আসছে।'

এরপরই লা লিগার সভাপতির উপর তোপ দাগান বার্সা সহ-সভাপতি। মেসিকে ফেরাতে পারলে লাভবান হবে লা লিগাও। পৃষ্ঠপোষকদের আগ্রহ বাড়বে। গুইউর ভাষায়, 'অবশ্যই এটা খুব বোকামি হবে যদি মেসিকে ফেরানোর চুক্তিতে সে (তেবাস) আমাদের সাহায্য না করেন। তার বোকামির কারণেই চুক্তিটি নাও হতে পারে।'

তবে মেসিকে ফেরানোর ব্যাপারে কিছু উপদেশ দিয়েছেন তেবাস। কিছু খেলোয়াড় বিক্রি করে ভারসাম্য আনার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে স্প্যানিশ গণমাধ্যমে সংবাদ মেসিকে দুই বছরের জন্য চায় বার্সেলোনা।

Comments

The Daily Star  | English
Clash between Chittagong University students and locals

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 2:00pm today until 12:00pm tomorrow

1h ago