'অশালীন আচরণে'র জন্য শাস্তি দেওয়া হচ্ছে না রোনালদোকে

বড় ধরণের শাস্তি প্রত্যাশা ছিল অনেকের। কেউ কেউ তো দাবি করেছিলেন সৌদি-আরব থেকেই বের করে দেওয়ার। কিন্তু শেষ পর্যন্ত তার কোনো কিছুই ঘটেনি। অশোভন অঙ্গভঙ্গির জন্য কোনো শাস্তিই দেওয়া হয়নি ক্রিস্তিয়ানো রোনালদোকে।
ঘটনাটি ঘটে গত বুধবার সৌদি প্রো লিগে আল-হিলালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে। ম্যাচ শেষে যখন খেলোয়াড়েরা যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন গ্যালারিতে দর্শকদের একাংশ রোনালদোর উদ্দেশে 'মেসি, মেসি' বলে স্লোগান তুলেছিলেন। সে সময়ে অশোভন ভঙ্গি করেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ পর্তুগিজ তারকা।
রোনালদোর এ আচরণ নিয়েই চর্চা চলছে দেশটিতে। কট্টর মুসলিম শাসনের দেশে 'প্রকাশ্যে জন-সাধারণের সঙ্গে অশালীন আচরণের' অপরাধ হিসেবে দেখছেন অনেক সমর্থক। এক আইনজীবী তো মামলা করার হুমকিও দেন।
তবে শুরু থেকেই রোনালদোর পক্ষেই ছিল তার ক্লাব আল- নাসর। তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় বলে দাবি জানিয়ে বিবৃতি দিয়েছিল ক্লাবটি, 'রোনালদোর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেটি সত্য নয়। তিনি যা করেছেন, সেটি কোনোভাবেই ইচ্ছাকৃত কিছু নয়।'
এরপর বিষয়টি খতিয়ে দেখে সৌদি ফুটবল অ্যাসোসিয়েশনের ডিসিপ্লিনারি এবং এথিক্স কমিটি। এর জন্য কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে তারা। তবে কিছু শাস্তি পেয়েছে রোনালদোর ক্লাব। দেরিতে মাঠে যাওয়ার জন্য ১৫ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে আল-নাসরকে। এবং এর বিপক্ষে কোনো অ্যাপিল করতে পারবে না তারা।
Comments