তবুও লা লিগা শিরোপা ধরে রাখার আশায় কোর্তুয়া

এক ম্যাচ বেশি খেলার পর দুই দলের মধ্যে বর্তমান পয়েন্টের পার্থক্য আট। ম্যাচও বাকি রয়েছে আটটি। এমন অবস্থায় রিয়াল মাদ্রিদের জন্য লা লিগার শিরোপা ধরে রাখার সম্ভাবনা খুবই ক্ষীণ। কেবল অতি নাটকীয় কিছু হলেই সম্ভব। আর সেটাই প্রত্যাশা করছেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তুয়া।

শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে সেল্তা ভিগোকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দুই অর্ধে একটি করে গোল দিয়ে ম্যাচ জিতে নেয় তারা। তাতে বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়েছে তারা। যদিও ব্যবধান বাড়ানোর আজ রোববার রাতেই পাচ্ছে ব্লুগ্রানারা। ন্যু ক্যাম্পে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে দলটি।

৩০ ম্যাচ শেষে ২০টি জয় ও টি ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে বার্সেলোনার পয়েন্ট ৭৩। আজ জিতলেই ফের পয়েন্টের ব্যবধান হবে ১১।

তবে রিয়াল মাদ্রিদকে আশা দেখাচ্ছে বার্সেলোনার সাম্প্রতিক ফর্ম। লা লিগায় আগের দুই ম্যাচে ড্র করেছে দলটি। সব প্রতিযোগিতা মিলে শেষ তিন ম্যাচ জয়হীন তারা। এমনকি এই তিন ম্যাচে জালের দেখাও পায়নি তারা।

তাই অতি নাটকীয় কিছু আশা করতে পারছে লস ব্লাঙ্কোসরা। তাই হাল ছাড়তে রাজী নন কোর্তুয়া, 'শেষ ম্যাচটি পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না গাণিতিকভাবে অসম্ভব, ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাব আমরা।'

তবে লিগে নিজেদের এভাবে পিছিয়ে পড়ার কারণও দেখছেন এ গোলরক্ষক, 'দুঃখজনক যে, এবার লিগের পথচলায় গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমরা হারিয়েছি… তবে চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে হয়েছে আমাদের, এরকম হওয়াটা তাই অস্বাভাবিক নয়।'

চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে'তে টিকে থাকায় ভীষণ ব্যস্ত সূচি রিয়ালের। ক্লান্তির জন্য কিছুটা হলেও সমস্যা হচ্ছে তাদের। লা লিগায় পরের তিন ম্যাচ খেলার পর আগামী ৬ মে ওসাসুনার মাঠে খেলতে হবে কোপা দেল রের ফাইনাল। এর দুই দিন পরই ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল।

তবে আপাতত লিগের পরের তিন ম্যাচ জয়ের দিকেই নজর দিচ্ছেন কোর্তুয়া, 'এখন আমরা পরের তিন ম্যাচ জিততে চাই। কোপা ফাইনালের পর দেখব আমরা কতদূর যেতে পারলাম। ম্যাচগুলো জিতে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ের আগে ফুরফুরে থাকতে চাই আমরা। এটা খুব গুরুত্বপূর্ণ যেন আমরা খুব ভালো অবস্থায় থাকতে পারি। আশা করি, মৌসুমের শেষটা আমরা ভালোভাবে করতে পারব।'

Comments