বার্সার স্কোয়াডে ১৫ বছর বয়সী লামিনে

অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রাতেই মাঠে নামছে বার্সেলোনা। ঘরের মাঠে শক্তিশালী এ প্রতিপক্ষের সঙ্গে স্কোয়াড ঘোষণায় বেশ বড় চমক উপহার দিয়েছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। ১৫ বছর বয়সী লামিনে ইয়ামালকে রেখেছেন স্কোয়াডে।
লা মাসিয়া থেকে উঠে আসা লামিনে আগামী জুনে ষোলোতে পা দেবেন। মাঠে নামার সুযোগ হলে বার্সেলোনার ইতিহাসের সর্ব কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড গড়বেন এ উইঙ্গার। তবে অফিশিয়ালি বার্সার স্কোয়াডে জায়গা করে নেওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় লামিনে।
বার্সার এ তরুণকে নিয়ে বেশ আশাবাদী জাভি, 'ও সহজাত প্রতিভা, নতুন প্রজন্মের খেলোয়াড়। আমার যুগের সঙ্গে পার্থক্য হল ওদের কোনো ভয় নেই। লামিনে আলাদা... ওর মধ্যে বিভিন্ন খেলোয়াড়ের গুণাবলী রয়েছে, আমি সরাসরি কারো সঙ্গে তুলনা করতে পারছি না।'
'ও আমাদের সাহায্য করতে পারে কারণ ও প্রতিভাবান। ওর ব্যক্তিত্ব অসাধারণ, প্রতিভা আছে, বল রেখে চূড়ান্ত পর্যায়ে খেলতে পারে, খেলোয়াড়দের নিয়ে যেতে পারে, শক্তিশালীও। আমরা এমন একজন খেলোয়াড়ের কথা বলছি যে ক্লাবে একটি নতুন যুগকে চিহ্নিত করতে পারে,' যোগ করেন জাভি।
জন্ম স্পেনে হলেও লামিনের বাবা মরক্কোর এবং মা গিনির। ২০০৭ সালের ১৩ জুলাই জন্ম নেওয়া এ তরুণ মাত্র পাঁচ বছর বয়সে যোগ দেন বার্সেলোনার একাডেমিতে। রোববার মাঠে নামার দিন তার বয়স হবে ১৫ বছর ২৮৫ দিন।
এখন পর্যন্ত বার্সেলোনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় আরমান্দ মার্তিনেজ। ১৯২২ সালের ২ এপ্রিল রিয়াল গিজনের বিপক্ষে ১৫ বছর ১১ মাস পাঁচ দিন বয়সে খেলেছিলেন তিনি।
Comments