শতভাগ নিশ্চিত হওয়ার আগে উৎসব করতে চান না বার্সা কোচ

স্প্যানিশ লা লিগায় এবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা- লিগের যা অবস্থা কিছুটা ঝুঁকি নিয়ে এটা এখন বলেই দেওয়া যায়। তবে সমস্ত কাজ শেষ হওয়ার আগে, শতভাগ নিশ্চিত হওয়ার আগে উৎসব করতে রাজী নন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।
রোববার নিজেদের ঘরের মাঠে ফেরান তোরেসের গোলে অ্যাতলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে অবস্থান আরও শক্ত করেছে বার্সেলোনা।
৩০ ম্যাচ পর ৭৬ পয়েন্ট নিয়ে অনেক এগিয়ে থেকে শীর্ষে তারা। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ সমান ম্যাচ খেলে পেয়েছে ৬৫ পয়েন্ট। লিগের বাকি আছে কেবল ৮ ম্যাচ। তাতে মিরাকল না হলে এই ব্যবধান ঘুচানো অসম্ভব। ট্রফি হাতে নেওয়া তাই বার্সেলোনার জন্য অনেকটা সময়ের ব্যাপার।
চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ থেকে ছিটকে যাওয়ায় বার্সেলোনার সব মনোযোগও এখন লিগ ঘিরে। রিয়াল সেদিক থেকে চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি লিগ কাপ নিয়েও ব্যস্ত। কাজেই অসম্ভবের পিছু ছুটে শক্ত খরচের অবস্থাও তাদের নেই।
এমন বাস্তবতা বার্সেলোনার জন্য অনুকূলে হলেও জাভি বলছেন তারা আগে কাজটা সারতে চান, 'অবস্থা খুবই ভালো তবে এখনো চ্যাম্পিয়ন হইনি। এখনো নিশ্চিত না। বুধবার রায়ো ভায়কানোতে আরেকটি কঠিন লড়াই আছে। ফুটবলাররা নিজেদের এখনো চ্যাম্পিয়ন ভাবছে না। আমিও তাদেরকে বলেছি কাজ শেষ হয়নি।'
সব কিছু ঠিক থাকলে ২০১৯ সালের পর স্প্যানিশ লা লিগার শিরোপা জিতবে বার্সেলোনা। এর আগে ২৬বার এই ট্রফি জিতেছিল দলটি।
Comments