তুর্কমেনিস্তানকে উড়িয়ে শুরু বাংলাদেশের মেয়েদের

পাঁচ মিনিটের মধ্যেই দুই গোলের ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা। এরপর লক্ষ্যভেদ হলো আরও চারবার। তাতে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে দুর্দান্ত সূচনা হলো বাংলাদেশের মেয়েদের। তুর্কমেনিস্তান অনূর্ধ্ব-১৭ নারী দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা।

বুধবার সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে 'ডি' গ্রুপের ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল দিয়েছে থুইনু মারমা। একটি করে গোল করেছেন পুজা দাস, অধিনায়ক রুমা আক্তার, সুরভী আকন্দ প্রীতি ও তৃষ্ণা রানী।

এদিন ম্যাচের শুরু থেকেই তুর্কমেনিস্তানকে চেপে ধরে বাংলাদেশের মেয়েরা। পাঁচ মিনিটের মধ্যেই দুই গোলের লিড পায় দলটি। তৃতীয় মিনিটে লক্ষ্যভেদ করেন পুজা দাস। এর দুই মিনিট পর গোল পান থুইনু মারমা। বিরতিতে যাওয়ার ছয় মিনিট আগে অধিনায়ক রুমা আক্তারের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল পায় বাংলাদেশ। ৫৩তম মিনিটে নিজেদের দ্বিতীয় গোল আদায় করে নেন থুইনু মারমা। ৬০তম মিনিটে সফল স্পটকিক থেকে লক্ষ্যভেদ করেন সুরভী আকন্দ প্রীতি। ৮২তম মিনিটে ব্যবধান ৬-০ করেন তৃষ্ণা রানী। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করেন তিনি।

বাছাইপর্বে বাংলাদেশের অপর প্রতিপক্ষ সিঙ্গাপুর। তাদের বিপক্ষে আগামী ৩০ এপ্রিল মাঠে নামবে গোলাম রব্বানী ছোটনের দল।

উল্লেখ্য, বাছাই পর্বের প্রথম ধাপে গ্রুপ সেরা হতে পারলে সুযোগ মিলবে দ্বিতীয় ধাপে খেলার। এরপর মূল পর্বে। এর আগে ২০১৯ সালে অনূর্ধ্ব-১৬ বয়সীদের খেলায় দুই ধাপ পেরিয়ে মূল পর্বে খেলেছিল মেয়েরা। যদিও মূল পর্বের অভিজ্ঞতা অবশ্য সুখকর ছিল না বাংলাদেশের জন্য।

Comments

The Daily Star  | English

SSC examinee dies in Uttara road crash after leaving exam centre

Nayeem's classmate Pallab Kumar Shil said they were students of Uttara High School and were appearing for their SSC exams this year

18m ago