মৌসুম শেষে বন্ধ হচ্ছে বার্সা টিভি

আর্থিক সংকটের কারণে বার্সা টিভির সম্প্রচার বন্ধ করে দিচ্ছে ফুটবল ক্লাব বার্সেলোনা। চলতি মৌসুমের শেষ পর্যন্ত অর্থাৎ আগামী ৩০ জুন পর্যন্ত চলবে এর কার্যক্রম। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
শুক্রবার নিজেদের মধ্যে আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে তারা জানিয়েছে যে, ক্লাবের টেলিভিশন পরিচালনাকারী কোম্পানির সঙ্গে চুক্তি নবায়ন করবে না তারা। টিবিএসসি টেলিফোনিকার মেয়াদ শেষ হবে ৩০ জুন। সেই দিন পর্যন্তই প্রচারিত হবে বার্সা টিভি।
বার্সা টিভির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় চাকুরী হারাবেন উপস্থাপক, সাংবাদিক ও ক্যামেরা অপারেটর সহ প্রায় ১৫০ জন কর্মচারী এবং ফ্রিল্যান্সার। একটি সূত্র জানিয়েছে, বিকল্প উপায়ে ক্লাবের বিভিন্ন কন্টেন্ট পরিবেশনার দিক খুঁজছে ক্লাবটি।
মূলত খরচ কমিয়ে স্কোয়াডে বিনিয়োগের জন্য কাজ করছে বার্সেলোনা বোর্ড। যে কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে চলতি বছরের শুরুর দিকে ম্যাচের দিনগুলোতে আরও বেশি বেতনের দাবিতে অবস্থান ধর্মঘট করেছিল এই টিভির কর্মীরা।
১৯৯৯ সালের ২৭ জুলাই প্রথম প্রচার হয় বার্সা টিভির। বর্তমানে বছরের প্রতিটি দিন, দৈনিক ২৪ ঘন্টা সম্প্রচার করে। মূলত একচেটিয়াভাবে ক্লাবের বিভিন্ন খেলাধুলার বিভাগ, সেই সঙ্গে কর্পোরেট তথ্য সম্পর্কিত বিষয়গুলোতে ফোকাস করে এ টিভি।
Comments