১০১ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস লামিনের

শরীর ও চেহারায় কৈশোরের ছাপ কাটেনি। কাটবেই বা কি করে। বয়স তো মাত্র ১৫। কিন্তু এ বয়সেই গড়লেন নতুন এক ইতিহাস। বিশ্বের অন্যতম শীর্ষ ক্লাব বার্সেলোনার নামীদামী খেলোয়াড়দের সঙ্গে খেললেন পাল্লা দিয়ে। ক্লাবটির ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার এখন এই তরুণ। 

শনিবার রাতে ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জয়ের রাতে ইতিহাস গড়েন লামিনে। ম্যাচের ৮৩তম মিনিটে গাভির বদলি নামেন এ তরুণ। মাথা নামার সময় তার বয়স ছিল মাত্র ১৫ বছর ২৯০ দিন!

এর আগে এতো দিন বার্সেলোনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় ছিলেন আরমান্দ মার্তিনেজ। সেই ১৯২২ সালের ২ এপ্রিল রিয়াল গিজনের বিপক্ষে ১৫ বছর ১১ মাস পাঁচ দিন বয়সে মাঠে নেমেছিলেন তিনি।

মজার ব্যাপার লামিনে যেদিন জন্মেছেন তার আগেই ২১৫টি লা লিগার ম্যাচ খেলে ফেলেছিলেন ভায়াকানোর হয়ে আগের দিন মাঠে নামা জোয়াকিন।

তবে সবমিলিয়ে লা লিগার সর্বকনিষ্ঠ খেলোয়াড় মায়োর্কার তরুণ লুকা রোমেরো। ২০২০ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাত্র ১৫ বছর ২১৯ দিন বয়সে অভিষেক হয় তার।

অবশ্য গত কয়েক দিন থেকেই আলোচনায় ছিলেন লামিনে। রায়ো ভায়াকানোর বিপক্ষে তাকে স্কোয়াডে রেখেই আলোচনার জন্ম দেন কোচ জাভি হার্নান্দেজ। সেদিনই বার্সার স্কোয়াডে জায়গা করে নেওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েন। আগের দিন তো নতুন ইতিহাসই গড়েন।

আর মাঠেও দুর্দান্ত ছিলেন লামিনে। পেতে পারতেন গোলও, যদি না তার দারুণ দক্ষতায় না ফিরিয়ে দিতেন প্রতিপক্ষ গোলরক্ষক। এমনকি অ্যাসিস্টও হতে পারতো। তার দারুণ চিপ ফাঁকায় থেকেও ঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে পারেননি উসমান দেম্বেলে। 

লা মাসিয়ায় গড়ে ওঠা এ তরুণের বাবা মরক্কোর এবং মা ইকুয়েটোরিয়াল গিনির। তবে তার জন্ম স্পেনেই। ২০০৭ সালের ১৩ জুলাই। এরমধ্যেই খেলেছেন স্পেনের অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭ এমনকি অনূর্ধ্ব-১৯ দলেও। খেলতে পারেন সেন্টার ফরোয়ার্ড, অ্যাটাকিং মিডফিল্ডার ও উইঙ্গার হিসেবেও।

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

41m ago