ভিনিসিয়ুসের এতো বেশি হলুদ কার্ড দেখে বিস্মিত আনচেলত্তি

জিরোনার বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর আগের দিন আলমেরিয়ার বিপক্ষে অসাধারণ এক জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। তাতে বেজায় খুশি কোচ কার্লো আনচেলত্তি। তবে এমন জয়ের দিনও দুটি বিষয়ে রাগান্বিত এ কোচ। তার একটি দলের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের এতো হলুদ কার্ড দেখে।

শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আলমেরিয়ার বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে জিতেছে রিয়াল। প্রথমার্ধে বেনজেমার হ্যাটট্রিকের পর দ্বিতীয়ার্ধে গোল পান রদ্রিগো। তবে শেষ গোলটির আগে ও পরে একটি করে গোল হজম করে রিয়াল। রক্ষণভাগের এ দুর্বলতার জন্যও খেপেছেন আনচেলত্তি।

চলতি মৌসুমে দারুণ পারফরম্যান্স করছেন ভিনিসিয়ুস। কিন্তু যতো আলোচনা তার আচরণ নিয়ে। আগের দিন তার বিপক্ষে একটি ফাউল দেওয়ার রেফারির উপর খেপে যান তিনি। তর্ক করে দেখেন হলুদ কার্ড। যা এ মৌসুমে তার দশম হলুদ কার্ড। যে কারণে লা লিগায় নিজেদের পরবর্তী ম্যাচ রিয়াল সোসিয়েদাদের মাঠে খেলতে পারবেন না তিনি।

কিন্তু তার হলুদ কার্ড মেনে নিতে পারছেন না রিয়াল কোচ। তার মতে তার চেয়ে অনেক 'নোংরা' মিডফিল্ডারও এতো হলুদ কার্ড দেখেন না বলে মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে তাই ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানান আনচেলত্তি, 'এটা স্পষ্ট যে অভিযোগ করে সে কিছুই জিততে পারে না, তবে এটি বিস্ময়কর যে তার দশটি হলুদ কার্ড রয়েছে। লা লিগার সবচেয়ে নোংরা মিডফিল্ডারের কাছেও ১০টি কার্ড নেই। তাকে অনেক বেশি কার্ড দেওয়া হয়েছে এবং যারা তাকে লাথি মেরেছে তাদের কম।'

'হলুদ কার্ডের বিষয়টি জটিল। এই প্রতিবাদটি অবশ্যই হলুদ, কিন্তু রেফারি এমন একজন বিচারক যিনি ম্যাচের প্রতি খুব মনোযোগী। প্রতিবাদ ম্যাচের বাকি অংশকে প্রভাবিত করতে পারে না। তবে একজন রেফারি খেলোয়াড় প্রতিবাদ করার কারণে বাঁশি বাজাতে পারেন না,' যোগ করেন এ কোচ।

এছাড়া দলের রক্ষণভাগের উপর রাগান্বিত হলেও এ নিয়ে খুব বেশি ভাবছেন না কোচ, 'এটা (গোল হজম) আমাকে উদ্বিগ্ন করে না কারণ আমি খুব ভালোভাবে জানি এই দল কী করতে পারে। তবে আমি বিশ্বাস করতে পারছি না যে (শেষ দুই ম্যাচে) আমরা ছয়টি গোল হজম করেছি, এটি সত্য।'

'আজ আমরা রক্ষণাত্মক দিকের দিকে মনোযোগ দিয়েছি এবং বল হারানোর পর চাপে আমরা খুব ভালো করেছি। যখন তারা গোল করে তখন আমি ড্রেসিংরুমে রেগে গিয়েছিলাম এবং তারপর আবার। এটা ভালো একটা ওয়েক আপ কল এবং আমার মনে হয় না পরের ম্যাচে এমন কিছু ঘটবে,' বলেন আনচেলত্তি।

Comments

The Daily Star  | English

Kuet returns to normalcy after 65 days of unrest

Around 10:00am, only a few police officers were seen patrolling near the main gate

1h ago