নেইমারকে পেতে লড়াইয়ে ৩ ক্লাব

পিএসজিতে যোগ দেওয়ার পর প্রতি মৌসুমেই তার দল-বদল নিয়ে গুঞ্জন ওঠে। এ মৌসুমেও তার ব্যতিক্রম নয়। ট্রান্সফার উইন্ডো ভিত্তিক সংবাদমাধ্যম ফিচাজেসের সংবাদ অনুযায়ী, তিনটি ক্লাব তাকে পেতে চাইছে। আর এ তিন ক্লাবই ইংলিশ প্রিমিয়ার লিগের।
সংবাদ অনুযায়ী, নেইমারকে পাওয়ার জন্য সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়া নিজেদের শক্তি বাড়াতে তাদের নগর প্রতিদ্বন্দ্বী বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও রয়েছে লড়াইয়ে। তাকে পেতে চাইছে চেলসিও।
বৃটিশ সংবাদমাধ্যম দ্য সানের বরাতে ফিচাজেস জানিয়েছে, নেইমারের জন্য লোভনীয় প্রস্তাব তৈরি করছে ইউনাইটেড। অন্যদিকে আর্লিং হালান্ডের সঙ্গে নেইমারকে দলভুক্ত করে ইউরোপের অন্যতম ভয়ঙ্কর জুটি তৈরি করতে চায় সিটিজেনরা।
তবে নেইমারের প্রতি নজর পড়েছে চেলসি মালিক টড বোহলিরও। ক্লাবটি কিনে নেওয়ার পর বিপুল পরিমাণ অর্থ খরচ করেও কাঙ্ক্ষিত সাফল্য মিলেনি। তাই নেইমারকে টেনে দলের শক্তি বাড়াতে চাইছেন তিনি। মাউরিসিও পচেত্তিনো কোচ হলে সে সম্ভাবনাটা আরও জোরালো হতে পারে।
যদিও এর আগে পিএসজিতে থেকে যাওয়ার ইচ্ছার কথা অনেকবারই জানিয়েছেন নেইমার। তবে চলতি মৌসুম থেকে বদলে গেছে অনেক কিছুই। পিএসজিতে কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তিনি। যে কারণে নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এ ব্রাজিলিয়ান।
এছাড়া খরচ কমাতে বেশ কিছু খেলোয়াড় বিক্রির চিন্তা করছে পিএসজিও। তারমধ্যে রয়েছেন নেইমারের মতো তারকা খেলোয়াড়ও। কিলিয়ান এমবাপেকে প্রাধান্য দিয়ে দল গড়তে চায় ক্লাবটি। এ ফরাসি তরুণের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নয় নেইমারের।
Comments