এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্ব

সিঙ্গাপুরকে উড়িয়ে বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের মেয়েরা

ছবি: বাফুফে

জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। সেই লক্ষ্য নিয়ে মাঠে নেমে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুবার গোলের উল্লাস করল তারা। সিঙ্গাপুরকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের টিকিট পেল মেয়েরা।

রোববার এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইয়ের প্রথম রাউন্ডের 'ডি' গ্রুপের ম্যাচে সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। তাদের পক্ষে জোড়া গোল করেন সুরভী আকন্দ প্রীতি। অন্য গোলটি করেন সুলতানা আক্তার।

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষস্থান নিশ্চিত করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। আগের ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল তারা। সিঙ্গাপুর নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলে গুঁড়িয়ে দিয়েছিল তুর্কমেনিস্তানকে। ফলে এই ম্যাচে ড্র করলেই পরের পর্বে ঠাঁই মিলত তাদের। তবে তা হতে দেননি প্রীতি-সুলতানারা।

গোটা ম্যাচে স্বাগতিকদের রক্ষণে বারবার হানা দেওয়া বাংলাদেশ ২১তম মিনিটে গোল পেয়ে যায়। সফল পেনাল্টিতে দলকে এগিয়ে নেন প্রীতি। ফলে স্বস্তি নিয়ে বিরতিতে যায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

বিরতির পর ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় লাগেনি লাল-সবুজ জার্সিধারীদের। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে আরেকটি সফল স্পট-কিকে জাল কাঁপান প্রীতি। তুর্কমেনিস্তানের বিপক্ষেও লক্ষ্যভেদ করেছিলেন তিনি। সাত মিনিট পর সুলতানা গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে বাছাইয়ের দুই ধাপ পেরিয়ে অনূর্ধ্ব-১৬ পর্যায়ের এশিয়ান কাপের মূল পর্বে খেলেছিল বাংলাদেশের মেয়েরা। তবে অভিজ্ঞতা সুখকর ছিল না তাদের জন্য। তিন ম্যাচেই হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল তারা।

Comments

The Daily Star  | English

Pakistan postpones foreign minister's visit to Bangladesh

The development comes amid escalation of tension between India and Pakistan following a terrorist attack

39m ago