মেসি-বেনজেমাসহ ফ্রি এজেন্ট হচ্ছেন যারা

চলতি মৌসুম শেষ হতে আর দুই মাসের মতো বাকি। অর্থাৎ দুই মাস পরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন লিওনেল মেসির মতো মহাতারকা। শুধু মেসিই নয় আরও অনেক নামীদামী তারকা জুনের শেষে ফ্রি এজেন্ট হয়ে যাবেন। যাদের বেশির ভাগ খেলোয়াড়কেই দেখা যাবে নতুন কোনো ক্লাবে। বিনে পয়সায় এ সকল তারকাদের দলে নিতে মুখিয়ে আছে অনেক ক্লাবই।

আনুষ্ঠানিকভাবে এখনও দল-বদল শুরু না হলেও এরমধ্যেই দল গোছানোর কাজে নেমে গেছে ইউরোপিয়ান ক্লাবগুলো। মুফতে পাওয়া খেলোয়াড়দের দিকে স্বাভাবিকভাবেই আকর্ষণ বেশি তাদের। এ নজরে দেখে নেওয়া যাক সেরা ২০ তারকা খেলোয়াড়কে যাদের বিনে পয়সায় পাওয়া যাবে নতুন মৌসুমে-

লিওনেল মেসি

(৩৫ বছর, পিএসজি)

পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের পথ অনেকটাই ভেস্তে গিয়েছে। সম্ভাবনা বেশি বার্সেলোনায় ফেরার। সেখানেও নানা বাঁধা। তবে তাকে ফেরানোর জন্য মুখিয়ে আছে কাতালান ক্লাবটি। নিজেদের খরচ কমানোর পাশাপাশি লা লিগার সঙ্গে আলোচনা করে পথ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে তারা। গুঞ্জন রয়েছে সৌদি প্রো লিগে যোগ দেওয়ারও।

ইকাই গুন্দোগান

(৩২ বছর, ম্যানচেস্টার সিটি)

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি এখনও উড়ে যায়নি। এরমধ্যেই আবার বার্সেলোনার সঙ্গে চুক্তি নয়ে আলোচনা চলছে অনেক দিন থেকেই। গুঞ্জন রয়েছে মৌখিক চুক্তি হয়ে গেছে দুই পক্ষের মধ্যে। বার্সা কোচ জাভি হার্নান্দেজেরও পছন্দ তাকে।

আদ্রিয়ান রাবিউত

(২৮ বছর, জুভেন্তাস)

ইতালিতে এবার দারুণ সময় কাটিয়েছেন রাবিউত। ১১টি গোলের পাশাপাশি রয়েছে ৪টি অ্যাসিস্টও। যদিও তাকে ধরে রাখার চেষ্টা চালাচ্ছে জুভেন্তাস। তবে গুঞ্জন অনুযায়ী তাকে পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে লিভারপুল।

ইনিগো মার্তিনেজ

(৩১ বছর, অ্যাথলেতিক বিলবাও)

অ্যাথলেতিক বিলবাওর এ ডিফেন্ডার এরমধ্যেই বার্সেলোনার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। তবে আর্থিক ঘাটতির কারণে এখনও আনুষ্ঠানিক চুক্তি করতে পারছে না ক্লাবটি।

রবার্তো ফিরমিনো

(৩১ বছর, লিভারপুল)

অ্যানফিল্ডে মোহামেদ সালাহ ও সাদিও মানের সঙ্গে ঐতিহাসিক ত্রয়ীর অংশ এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিভারপুলের আর থাকছেন না বলে জানিয়ে দিয়েছেন কোচ ইয়ুর্গেন ক্লপকে। গুঞ্জন রয়েছে বার্সেলোনায় যোগ দেওয়ার। এমনকি রিয়াল মাদ্রিদও আগ্রহ দেখাচ্ছে তার জন্য।

করিম বেনজেমা

(৩৫ বছর, রিয়াল মাদ্রিদ)

দুই মাস পর ফ্রি এজেন্ট হয়ে যাবেন বর্তমান ব্যালন ডি'অর জয়ী করিম বেনজেমাও। তবে তার সঙ্গে চুক্তি নবায়নের কাজ করছে রিয়াল মাদ্রিদ। ধারণা করা হচ্ছে আরও এক মৌসুম রিয়ালেই থাকবেন তিনি।

মার্কাস থুরাম

(২৫ বছর, বরুশিয়া মনশেনগ্রাডবাখ)

তার বয়স এবং সামর্থ্যের কারণে এ ফরোয়ার্ডের প্রতি আগ্রহ রয়েছে ইউরোপের প্রায় সব জায়ান্ট ক্লাবের। গুঞ্জন বেশ চলছে বার্সেলোনায় যোগ দেওয়া নিয়েই। তবে কিংবদন্তি লিলিয়ান থুরামের সন্তানকে পেতে বায়ার্ন মিউনিখ, অ্যাতলেতিকো মাদ্রিদ, ইন্টার মিলান এবং জুভেন্তাসের মতো ক্লাবগুলো রয়েছে আলোচনায়।

মিলান স্ক্রিনিয়ার

(২৮ বছর, ইন্টার মিলান)

আগামী মৌসুমে পিএসজিতে যোগ দিতে যাচ্ছেন স্ক্রিনিয়ার। ইন্টার মিলানের এ ডিফেন্ডারের সঙ্গে মৌখিক চুক্তি হয়ে গেছে ফরাসি ক্লাবটির।

ইউরি টিলেমানস

(২৫ বছর, লেস্টার সিটি)

লেস্টার সিটিতে সাড়ে চার বছরের দুর্দান্ত সময় শেষে ফ্রি এজেন্ট হতে যাচ্ছেন এ মিডফিল্ডার। তাকে পাওয়ার দৌড়ে এগিয়ে আছে মিকেল আর্তেতার আর্সেনাল। তবে সেখানে বাগড়া দিতে চেষ্টা চালাচ্ছে নিউক্যাসল।

ইভান এনডিকা

(২৩ বছর, এইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্ট)

বার্সেলোনার নজরে থাকা আরও একজন তরুণ ডিফেন্ডার। যদিও এখনও তার জন্য কোনো প্রস্তাব দেয়নি ক্লাবটি। পিএসজি, জুভেন্তাস, এসি মিলান, ইন্টার মিলান এবং লিভারপুলের কতো ক্লাবও পেতে চাইছে তাকে।

সের্জিও বুসকেতস

(৩৪ বছর, বার্সেলোনা)

তাকে আরও এক মৌসুম ধরে রাখতে চায় বার্সেলোনা। এরজন্য চেষ্টা চালাচ্ছে ক্লাবটি। তবে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসর ও মেজর সকার লিগের বেশ কিছু ক্লাব তাকে পেতে আগ্রহী।

আনহেল দি মারিয়া

(৩৫ বছর, জুভেন্তাস)

বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন এ মিডফিল্ডারকে আরও এক মৌসুম ধরে রাখতে চায় জুভেন্তাস। এরজন্য আলোচনা চালাচ্ছে ক্লাবটি। তবে গুঞ্জন রয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পোর্তো আলেগ্রি ইন্টারন্যাশনালের যোগ দেওয়া নিয়েও। এছাড়া শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফেরার গুঞ্জনও রয়েছে।

লুকা মদ্রিচ ও টনি ক্রুস

(৩৭ ও ৩৩ বছর, রিয়াল মাদ্রিদ)

শাশ্বত এই জুটিকে আরও এক মৌসুম দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদে। গুঞ্জন অনুযায়ী, আরও এক মৌসুম থাকার জন্য এরমধ্যেই রাজী হয়েছেন মদ্রিচ। তবে ক্রুস এখনও রয়েছেন দ্বিধার মধ্যে। বুট জোড়াই তুলে রাখতে চান বলে গুঞ্জন রয়েছে।

এনগোলো কান্তে

(৩২ বছর , চেলসি)

ইনজুরির কারণে বছরের অধিকাংশ সময় ছিলেন মাঠের বাইরে। সম্প্রতি ফিরেছেন। চেনা ছন্দে ফেরার ইঙ্গিতও দিয়েছেন। তবে নতুন মৌসুমে নতুন কোনো দলে দেখা যেতে পারে তাকে। সৌদি প্রো লিগের দল আল-নাসর তাকে পেতে মুখিয়ে রয়েছে।

মার্কো আসেনসিও

(২৭ বছর, রিয়াল মাদ্রিদ)

আসেনসিওকে অবশ্য ধরে রাখতে চাইছে রিয়াল মাদ্রিদ। চুক্তি নবায়ন নিয়ে অনেক দিন থেকেই আলোচনা চলছে। তবে আনুষ্ঠানিক কোনো বার্তা এখনও মিলেনি।

কনার্ড লিমার

(২৫ বছর, আরবি লাইপজিগ)

গুঞ্জন অনুযায়ী, অস্ট্রেলিয়ান এ মিডফিল্ডারের সঙ্গে মৌখিক চুক্তি সেরে রেখেছে বায়ার্ন মিউনিখ। খুব শীগগিরই আসতে পারে ঘোষণা। জার্মান ক্লাবটির জন্য ২০২৭ সাল পর্যন্ত বাভারিয়ানদের সঙ্গে চুক্তি করবেন বলে জানিয়েছেন সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

আলেহান্দ্রো গ্রিমালদো

(২৭ বছর, বেনফিকা)

চলতি মৌসুমে দারুণ খেলে চলেছেন এ স্প্যানিশ ডিফেন্ডার। বেনফিকার অধ্যায় শেষ হতে যাচ্ছে মৌসুম শেষেই। তাকে পেতে চাইছে দুই ইতালিয়ান ক্লাব জুভেন্তাস ও ইন্টার মিলান। এছাড়া ইংলিশ ক্লাব ফুলহ্যাম ও স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদও আগ্রহী।

ক্যাগলার সঞ্চু

(২৬ বছর, লেস্টার সিটি)

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা এ ডিফেন্ডার অবশ্য এবার চেনা ছন্দে নেই। খেলতে পেরেছেন মাত্র ৫২৯ মিনিট। নতুন মৌসুমে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে দেখা যেতে পারে তাকে। গুঞ্জন অনুযায়ী তাদের সঙ্গে মৌখিক চুক্তি হয়ে গেছে এ তুর্কি ডিফেন্ডারের।

দানি সেবায়োস

(২৬ বছর, রিয়াল মাদ্রিদ)

রিয়াল মাদ্রিদের আরও এক তারকার চুক্তির মেয়াদ ফুরচ্ছে মৌসুম শেষে। চুক্তি নবায়ন নিয়ে এখনও তেমন কোনো জোরালো সংবাদ নেই। ভিন্ন কোনো ক্লাবের সঙ্গে তেমন কোনো গুঞ্জনও নেই।

Comments

The Daily Star  | English

Jatiya Party central office vandalised, library set on fire in Kakrail

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

41m ago