'বিশেষ অনুমতি' নিয়ে সৌদি আরবে মেসি

লরিয়ঁর বিপক্ষে হারের পর খেলোয়াড়দের উপর বেজায় খেপেছিলেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। এরপর দিনই সৌদি আরবে ঘুরতে যাওয়ার আবেদন। স্বাভাবিকভাবেই কোচের অনুমতি মিলেনি। তবে ক্লাবের কাতারি বোর্ডের কাছে আবেদন করে বিশেষ অনুমতি নিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে ঘুরতে গিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
ফরাসি সংবাদমাধ্যম লা'কিপ জানিয়েছে, পিএসজি কোচ গালতিয়ের ও ফুটবল উপদেষ্টা লুইস কাম্পোস কারো অনুমতি ছাড়াই সৌদিতে গেছেন মেসি। তবে তাদের অনুমতি না পেলে পরে কাতারি বোর্ডের দ্বারস্থ হন তিনি। তাদের থেকে বিশেষ অনুমতি পাওয়ার পরই সৌদি আরবে উড়াল দেন রেকর্ড সাতবারের ব্যলন ডি'অর জয়ী এ তারকা।
মূলত ঘরের মাঠে গত শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে লরিয়ঁর বিপক্ষে হারের কারণেই মেসিকে সৌদিতে যাওয়ার অনুমতি দেননি কোচ গালতিয়ের। সোমবার ছুটি থাকলেও মঙ্গলবার ছিল দলীয় অনুশীলন পর্বও। সেই হারের কারণে দলের সবাইকেই অনুশীলনে চেয়েছিলেন কোচ।
এছাড়া ১-৩ ব্যবধানে সেই হারের পর খেলোয়াড়দের উপরও বেজায় চটেছিলেন গালতিয়ের। অনেক তারকা খেলোয়াড়ই নিজের সেরা স্তরে নেই বলে তোপ দাগিয়েছিলেন। সরাসরি না বললেও মেসিও যে এর বাইরে নন তা প্রায় নিশ্চিত। কারণ সে ম্যাচে নিজের সেরা ছন্দে ছিলেন না মেসি।
ম্যাচে সেদিন কোনো গোল করতে পারেননি মেসি। নেই প্রতিপক্ষের পোস্টে কোনো শট। পারেননি অ্যাসিস্ট করতেও। ১০ বার ড্রিবলিংয়ের চেষ্টা করে সফল হয়েছেন মাত্র দুই বার। বলও হারিয়েছেন ২২ বার। ফলে গ্যালারীতে থাকা সমর্থকদের দুয়োও শুনতে হয়েছিল তাকে। সমালোচনা চলেছে ফরাসি সংবাদমাধ্যমগুলোতেও।
তবে মেসি আছেন খোস মেজাজেই। মূলত সৌদি আরবের পর্যটক দূত হওয়ার কারণে হঠাৎ এ সফর করেন তিনি। মরুভূমির দেশের সবুজ দৃশ্য তুলে ধরে সামাজিকমাধ্যমে পোস্ট করেন এই পিএসজি তারকা।
Comments