লা লিগার লড়াই শেষ বললেন জাভি

মৌসুমের দ্বিতীয় ভাগে এসে ক্রমেই রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়তে থাকে বার্সেলোনার। অন্য প্রতিযোগিতায় যেমন তেমন, লা লিগায় দারুণ ধারাবাহিক পারফরম্যান্স করে তারা। কিন্তু কখনোই আত্মতুষ্টি দেখা যায়নি কাতালান কোচ জাভি হার্নান্দেজের মধ্যে। বরাবরই বলে এসেছেন, কাজ এখনও বাকি। তবে অবশেষে লা লিগার লড়াইয়ের অবসান দেখছেন এ কোচ।
মঙ্গলবার রাতে ন্যু ক্যাম্পে ওসাসুনার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জিতেছে বার্সেলোনা। ম্যাচের প্রায় শেষ দিকে এসে জয়সূচক গোলটি করেন বদলি খেলোয়াড় জর্দি আলবা। একই দিনে রিয়াল সোসিয়েদাদের মাঠে ২-০ গোলের ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। তাতেই শিরোপা সুবাস পেতে থাকে ব্লুগ্রানারা।
দুই দলের এই ভিন্ন ফলাফলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার পয়েন্টের পার্থক্য এখন ১৪। ম্যাচ বাকি রয়েছে পাঁচটি করে। সেখানে নিজেদের একটি জয় কিংবা রিয়ালের একটি হারই শিরোপা উল্লাসে মাতাবে কাতালানদের। এমন অবস্থায় জাভি বললেন, 'এটা প্রায় শেষ।'
অথচ কিছু দিন আগে হঠাৎ করেই খেই হারিয়ে ফেলেছিল বার্সেলোনা। শেষ দুই রাউন্ড বাদ দিলে এর আগে চার ম্যাচে তাদের জয় ছিল মাত্র একটি ম্যাচে। তাতে শঙ্কা ছিল পা হড়কানোর। তবে রিয়াল বেতিস ও ওসাসুনার বিপক্ষে টানা দুই জয়ে তৃপ্তির ঢেঁকুর তুলেছেন জাভি, 'ভ্যায়াকাসে (রায়ো ভায়াকানোর মাঠ) পরাজয়ের পর এই ছয় পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে মনে হচ্ছে। আমরা অপেক্ষা করতে যাচ্ছি তবে এটা বিশাল পদক্ষেপ।'
আগামী রোববার রাতে এস্পানিওলের মাঠে নামবে বার্সেলোনা। অবশ্য সে ম্যাচে নামার আগেই শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে তাদের। কারণ তার ঠিক আগের দিন অর্থাৎ শনিবার রাতে গেতাফের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে লস ব্লাঙ্কোসরা হেরে গেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সার।
Comments