শিরোপার আরও কাছে পিএসজি

অনুমতি না নিয়ে সৌদি আরব ভ্রমণ করায় দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ লিওনেল মেসি। আর চোটের কারণে নেইমার নেই অনেক দিন থেকেই। আক্রমণভাগে পিএসজির মূল ভরসা ছিলেন কিলিয়ান এমবাপে। হতাশ করেননি তিনি। পিএসজি পেয়েছে দারুণ এক জয়। তাতে শিরোপার আরও কাছে চলে এলো দলটি।
রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে রেলিগেশন জোনে থাকা ত্রয়ের বিপক্ষে তাদের মাঠেই ৩-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। ম্যাচে একটি করে গোল পেয়েছেন এমবাপে, ভিতিনহা ও ফ্যাবিয়ান রুইজ। ত্রয়ের পক্ষে সান্ত্বনাসূচক গোলটি আসে জ্যাভিয়ার চাভালেরিনের কাছ থেকে।
আগের রাউন্ডেই লরিয়ঁর বিপক্ষে হেরেছিল প্যারিসের দলটি। সে ধাক্কা সামলে জয়ের ধারায় ফিরেছে তারা। ৩৪ ম্যাচে ২৫ জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট এখন ৭৮। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লঁস। তাদের কাছে ১-২ ব্যবধানে হেরে কিছুটা পিছিয়ে পড়েছে মার্সেই। ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে দলটি।
এদিন ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে থাকে পিএসজি। মাঝমাঠের নিয়ন্ত্রণ ছিল তাদেরই। ৬০ শতাংশ সময় বল দখলে ছিল দলটির। মোট ৩১ শট নেয় তারা, যার মধ্যে লক্ষ্যে ছিল ১১টি শট। অন্যদিকে ৭টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারে ত্রয়ে।
ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। ভিতিনহার ক্রস ডিফেন্ডার এরিক পামার-ব্রাউনের শরীরে বাঁধা পেয়ে ক্রসবারে লাগে। গোললাইনে ফাঁকায় থাকা এমবাপে কেবল আলতো হেডে বল জালে জড়িয়ে দেন। ফরাসি লিগে চলতি মৌসুমে এটা এমবাপের ২তম গোল।
এরপর রক্ষণ সামলে প্যারিসিয়ানদের ৫৯তম মিনিট পর্যন্ত আটকে রেখেছিল ত্রয়ে। ব্যবধান দ্বিগুণ করেন ভিতিনহা। ভেরাত্তির ক্রস থেকে হেড নেন এই পর্তুগিজ মিডফিল্ডার। তার হেড প্রথম দফায় ঠেকিয়ে দেন গোলরক্ষক গ্যালোঁ। তবে ফিরতি বলে ভিতিনহার শট আর ঠেকাতে পারেননি এ গোলরক্ষক। ৮৩তম মিনিটে পাপে ইয়াদের ক্রস থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করে ব্যবধান কমান চাভালেরিন।
তবে এর দুই মিনিট পর ফের ব্যবধান বাড়ায় পিএসজি। রেনাতো সানচেসের ক্রস থেকে এমবাপের হেড গোলরক্ষক ফেরালেও কাছে থাকা রুইসের জোরালো শট ঠেকাতে পারেননি। শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
Comments