সুয়ারেজদের কোচ হচ্ছেন বিয়েলসা

আবারো কোচিংয়ে ফিরেছেন কোচদের কোচ মার্সেলো বিয়েলসা। লিডস ইউনাইটেড থেকে বিদায়ের পর মাঝে বেশ কিছু দিন বিশ্রামে থাকার পর এবার ফিরছেন উরুগুয়ে জাতীয় দলের কোচ হয়ে। মৌখিকভাবে রাজী হলেও চুক্তি এখনও বাকি। এমনটাই জানিয়েছে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন।

উরুগুয়ের ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য বিয়েলসাকে আগামী ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হচ্ছে। এর মানে কনমেবলের ১০টি দেশের মধ্যে এখন সাতটি দেশের কোচই এখন আর্জেন্টাইন।

তবে পেরু ও ইকুয়েডরের কোচের পদ থেকে গুস্তাভো আলফারো এবং রিকার্দো গ্যারেকা পদত্যাগে বিয়েলসা তাদের কোচ হচ্ছেন বলে গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত উরুগুয়ের কোচ হলেন তিনি।

তবে উরুগুয়ের কোচ হওয়া নিয়েও অনেক থেকেই গুঞ্জন চলছিল। দেশটির সঙ্গে তার সখ্যতাও দীর্ঘদিনের। এখানকার সবকিছুতে আগেই জানা শোনা রয়েছে তার। এমনকি দেশটিকে  নিজের বাড়ির মতো অনুভব করেন বলে জানিয়েছেন অনেকবারই। এখানে কাজ করতে তার কোনো অনুবাদকেরও প্রয়োজন হবে না।

বিয়েলসাকে বলা হয় কোচদের কোচ। কোচেরা যখন কোনো সমস্যায় পড়েন, তাদের অনেকেই যোগাযোগ করে সমাধান খোঁজেন তার কাছে। খ্যাপাটে চরিত্রের জন্য স্বীকৃত তিনি। তাই তার দায়িত্ব নেওয়ার ব্যাপারে সন্দেহ ছিলই। শেষ পর্যন্ত উরুগুয়ের কাজে আগ্রহী হয়েছেন বলে জানিয়েছেন এইউএফ নির্বাহী কমিটির সদস্য হোর্হে কাসালেস। খুব শীগগিরই মন্টিভিডিওতে গিয়ে সারবেন চুক্তির কাজটি।

এর আগে আর্জেন্টিনা ও চিলির জাতীয় দলে কাজ করার পাশাপাশি এস্পানিওল, লাৎসিও, অ্যাথলেটিক বিলবাও, মার্শেই ও লিডস ইউনাইটেডে কোচের দায়িত্ব পালন করেছেন বিয়েলসা। আগামী জুনে নিকারাগুয়া ও কিউবার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হবে বিয়েলসার প্রথম পরীক্ষা। সেপ্টেম্বরে শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্ব।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank to intervene in forex market to curb volatility

The move was announced in BB’s latest monetary policy statement for the first half of FY26

58m ago