মেসিকে নিয়ে কোনো প্রশ্ন নয়: আল-হিলাল প্রেসিডেন্ট

ছবি: এএফপি

আগামী মৌসুমে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিতে যাচ্ছেন লিওনেল মেসি, -বার্তা সংস্থা এএফপির একটি সংবাদের ভিত্তিতে পুরো বিশ্বেই ছড়িয়ে পড়েছিল সংবাদটি। পরে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি সরাসরি তা প্রত্যাখ্যান করেন। তাতে গুঞ্জনে নতুন মোড় নেয়। এরমধ্যে আবার মেসিকে নিয়ে কোনো কথাই শুনতে চাইলেন না আল-হিলাল প্রেসিডেন্ট ফাহাদ বিন নাফেল।

শনিবার রাতে কিংস কাপের ফাইনালে আল–ওয়েহদাকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে আল–হিলাল। নির্ধারিত ৯০ মিনিটে ১-০ গোলে পিছিয়ে থাকা দলটি যোগ করা সময়ের নবম মিনিটে সমতায় ফেরার পর  টাইব্রেকারে শিরোপা নিশ্চিত করে দলটি। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বললেও মেসিকে নিয়ে কোনো প্রশ্ন শুনতে রাজী হননি ক্লাব প্রেসিডেন্ট ফাহাদ।

'মেসিকে নিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না। আমি কোনো সংবাদ দেব না। যদি আনুষ্ঠানিকভাবে কোনো খবর আসে, তবে প্রেস বিভাগের মাধ্যমে তা আপনারা জানতে পারবেন,' মেসির আল-হিলালে আসার বিষয়ে এমনটাই বলেন আল-হিলাল প্রেসিডেন্ট।

এদিকে পিএসজিতে মেসির চুক্তি নবায়নের বিষয়টি প্রায় বাতিলের পথে। দুই পক্ষের মধ্যে সম্পর্ক ভালো নয় বললেই চলে। এমনকি প্যারিসের ক্লাবটির সমর্থকদের রোষানলে নিয়মিতই পড়ছেন মেসি। আগের দিনও দলের ৫-০ গোলের জয়ে দুয়ো শুনেছেন মেসি। তাতে দিন দিন অনিশ্চয়তা কেবল বাড়ছেই।

মেসিকে দলে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে বার্সেলোনাও। কিন্তু লা লিগার আর্থিক নিয়মনীতির কারণে কাজটা বেশ কঠিনই। মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে আলোচনাও খুব বেশি নেই। তাই আগামী মৌসুমে কোথায় খেলবেন মেসি তা নিয়ে প্রতিদিনই নতুন নতুন গুঞ্জন ছড়াচ্ছে ফুটবল মহলে।

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

3h ago