মেসিকে ফেরাতে সব চেষ্টাই করব: লাপোর্তা

অবশেষে লা লিগার শিরোপা নিশ্চিত করতে পেরেছে ফুটবল ক্লাব বার্সেলোনা। এর আগে শেষবার যখন দলটি স্প্যানিশ লিগ শিরোপা জিতেছিল, তখন লিওনেল মেসি ছিলেন তাদের প্রাণভোমরা। তাকে ছাড়া এই এবারই প্রথম। তবে আগামী মৌসুমে ফের মেসিকে ফিরে পাওয়ার বড় সম্ভাবনা তৈরি হয়েছে তাদের সামনে। আর এ সুযোগটা নিতে সম্ভাব্য সব ধরণের চেষ্টা করবেন বলে জানালেন ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।
রোববার রাতে এস্পানিওলের মাঠে তাদের ৪-২ গোলের ব্যবধানে হারিয়েই শিরোপা উল্লাসে মাতে বার্সেলোনা। ম্যাচ শেষে মেসিকে ফেরানোর ব্যাপারে সমর্থক আশ্বস্ত করেন ক্লাব প্রেসিডেন্ট লাপোর্তা, 'লিও মেসিকে বার্সেলোনায় ফিরিয়ে আনার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব।'
মেসিকে ফিরিয়ে দলকে আরও শক্তিশালী করাই লক্ষ্য তার, 'আমরা এরমধ্যেই আগামী বছরের দল গঠন নিয়ে কাজ করছি। আমরা আশা করি দলকে শক্তিশালী করতে সক্ষম হব। ফেয়ার- প্লে পলিসির মধ্যে থেকে দলে উন্নতি করার জন্য আমরা কঠোর পরিকল্পনা করছি। পরের মৌসুমে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক দল পেতে আমরা আমাদের হোমওয়ার্ক করছি।'
এর আগে স্প্যানিশ সংবাদমাধ্যম আরএসিওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকার মেসির সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছেন বার্সা প্রেসিডেন্ট, 'সম্প্রতি আমি মেসির সঙ্গে কথা বলেছি, তার সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। মেসি বিশ্বের সেরা খেলোয়াড় এবং যেকোনো কোচ তাকে তার দলে চাইবেন।'
তবে সাম্প্রতিক সময়ে প্যারিসে নানা অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ায় আপাতত কিছুটা বিরতি নিয়েছেন বলে জানান লাপোর্তা, 'প্যারিসে ভক্তদের সঙ্গে তার কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমি এখনই তাকে বিরক্ত করব না। আমরা সম্প্রতি কিছু বার্তা বিনিময় করেছি। বার্সা মেসির বাড়ি এবং বার্সা সৌদি আরব এবং সবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।
রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী এ তারকাকে ফেরানোটা অবশ্য সহজ হবে না। কারণ, অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে বার্সা। লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লে অনুসারে, তাদের পক্ষে মেসির বেতন-ভাতার জন্য কাড়ি কাড়ি অর্থ খরচ করার উপায় নেই। খরচ কমাতে হবে বিশাল অঙ্কে।
তবে বেতন-ভাতার এই কাঠামো ঠিক করতে মরিয়া হয়ে চেষ্টা করছে বার্সেলোনা। পথ খুঁজতে লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে এরমধ্যেই কয়েক দফা আলোচনা করেছে তারা। স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, ইতিবাচক সাড়াও মিলেছে তাদের।
Comments