উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

দেখে নিন ম্যান সিটি ও রিয়ালের একাদশ

আগের লেগের একাদশ সিটি ধরে রাখলেও রিয়াল এনেছে একটি পরিবর্তন।
ছবি: টুইটার

আর কিছু সময়ের অপেক্ষা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ লড়াইয়ে পরস্পরকে মোকাবিলা করবে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। ইতোমধ্যে দুই দল একাদশ ঘোষণা করেছে। আগের লেগের একাদশ সিটি ধরে রাখলেও রিয়াল এনেছে একটি পরিবর্তন।

ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের সেমিফাইনালের ফিরতি লেগে ঘরের মাঠে রিয়ালের মুখোমুখি হবে সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচ শুরু বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়।

দুই পরাশক্তির সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ। কারণ, রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে।

কোচ পেপ গার্দিওলা কোনো বদল আনেননি সিটির একাদশে। তবে আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের একাদশে রয়েছে পরিবর্তন। সেন্টার ব্যাক অ্যান্টোনিও রুডিগার জায়গা হারিয়েছেন। তার শূন্যস্থান পূরণ করার জন্য কোচ কার্লো আনচেলত্তি বেছে নিয়েছেন এদার মিলিতাওকে।

চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে নিজেদের সবশেষ ২৫ ম্যাচে অপরাজিত রয়েছে সিটিজেনরা। তারা জিতেছে ২৩টিতে। ড্র হয়েছে বাকি দুটি। প্রতিপক্ষের জালে ৮১ গোল করার বিপরীতে সিটি হজম করেছে মাত্র ১৯ গোল।

ইতিহাদে দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে। সেবার ৪-৩ গোলে জিতেছিল ম্যান সিটি। তবে বার্নাব্যুতে ফিরতি লেগে নাটকীয়ভাবে ৩-১ গোলে জিতে ফাইনালের টিকিট পেয়েছিল রিয়াল।

ম্যানচেস্টার সিটি একাদশ:

এদারসন; মানুয়েল আকাঞ্জি, রুবেন দিয়াস, কাইল ওয়াকার; রদ্রি, জন স্টোনস; কেভিন ডি ব্রুইনা, জ্যাক গ্রিলিশ, ইল্কাই গুন্দোয়ান, বার্নার্দো সিলভা; আর্লিং হালান্ড।

রিয়াল মাদ্রিদ একাদশ:

থিবো কর্তোয়া; এদুয়ার্দো কামাভিঙ্গা, দাভিদ আলাবা, এদার মিলিতাও, দানি কারভাহাল; লুকা মদ্রিচ, টনি ক্রুস, ফেদে ভালভার্দে; ভিনিসিয়ুস জুনিয়র, করিম বেনজেমা, রদ্রিগো।

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

1h ago