'তুমি একা নও,' ভিনিসিয়ুসের পাশে এমবাপে-নেইমার

স্পেনে বর্ণবাদের শিকার হওয়া নতুন কিছু নয়। এর আগে রোনালদিনহো, নেইমার, দানি আলভেজদের মতো তারকা খেলোয়াড়রা নিস্তার পাননি। সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুসও অনেকবারই বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন। তবে এ সময়ে তার পাশে দাঁড়িয়েছেন সময়ের অন্যতম সেরা দুই তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপে ও নেইমার।

রোববার ভ্যালেন্সিয়ায় লা লিগা ম্যাচ চলাকালীন স্ট্যান্ড থেকে ভিনিসিয়ুসকে উদ্দেশ্য করে কটূক্তি করে কিছু সমর্থক। মাঠে তখনই বৈষম্যমূলক এই অপব্যবহারের কারণে কয়েকজনের মুখোমুখি হয়েছিলেন এ ব্রাজিলিয়ান। রীতিমতো এক সমর্থকের দিকে তেড়ে গিয়েছিলেন। ম্যাচের শেষ দিকে আবার হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ডও দেখেন ভিনিসিয়ুস।

পরে ম্যাচ বিদায় নেওয়ার আগে এবং পরে স্প্যানিশ কর্তৃপক্ষের এ বিষয়ে পদক্ষেপ না নেওয়ায় কড়া সমালোচনা করেছেন এই ব্রজিলিয়ান। তার সমালোচনার পর পাল্টা জবাব দিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। যা পছন্দ হয়নি এ ব্রাজিলিয়ানের। এরপর পাল্টা জবাবে ধুয়ে দিয়েছেন লা লিগা সভাপতিকেও। এ নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে স্প্যানিশ ফুটবল।

এরমধ্যেই ২২ বছর বয়সী এ ফরোয়ার্ডকে সাহস যোগাতে অনেকেই পাশে এসে দাঁড়িয়েছেন। পিএসজি তারকা এমবাপে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, 'তুমি একা নও। আমরা তোমার সঙ্গে আছি এবং আমরা তোমাকে সমর্থন করি।'

সামাজিকমাধ্যমে প্রায় একই ধরণের কথা বলে ভিনিসিয়ুসকে সমর্থন জানিয়েছেন তার জাতীয় দলের সতীর্থ নেইমার, 'আমি তোমার সঙ্গে আছি ভিনিসিয়ুস।'

উল্লেখ্য, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ শেষে বর্ণবাদ নিয়ে লা লিগার সমালোচনা করে টুইটারে লেখেন, 'এটা প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়বার নয়। লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খোদ কর্তৃপক্ষ ও স্পেনের ফুটবল ফেডারেশন এটা মনে করে এবং সমর্থকদের দলগুলো সাহস জোগায়। বলতে বাধ্য হচ্ছি, স্পেন আজ ব্রাজিলিয়ানদের কাছে বর্ণবাদী দেশ হিসেবে পরিচিত হয়ে উঠছে।'

পরে ভিনিসিয়ুসের সমালোচনা জবাব দেন লা লিগা সভাপতি, 'বর্ণবাদের বিরুদ্ধে লা লিগা কী করে এবং করতে পারে, এ বিষয়ে যেহেতু ব্যাখ্যা করা হয়নি, আমরা আপনাকে সেটা ব্যাখ্যা করতে চেয়েছিলাম। কিন্তু এর আগে দুই দফা আপনি দিনক্ষণ দিয়েও উপস্থিত হননি। লা লিগার সমালোচনা ও অপমান করার আগে নিজের সম্পর্কে সঠিকটা জানা উচিত। নিজেকে অন্যের সুবিধা অনুযায়ী ব্যবহার হতে দেবেন না। নিশ্চিত করুন যে উভয় পক্ষের কর্মদক্ষতা এবং আমরা একত্রে যা করছি, সে সম্পর্কে আপনার সম্পূর্ণ জানাশোনা আছে।'

তেবাসের এই টুইট পছন্দ হয়নি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের, 'বর্ণবাদের সমালোচনা করার বদলে আবারও লা লিগা প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে আক্রমণ করলেন। আপনি যত কথাই বলুন, কিছু না পড়ার ভান করুন, আপনার চ্যাম্পিয়নশিপের সুনামে ধাক্কা লেগেছে। আপনার পোস্টের নিচের মন্তব্য দেখুন, অবাক হবেন...। (প্রসঙ্গ থেকে) নিজেকে সরিয়ে নেওয়া বর্ণবাদেরই সমানই। আপনি আমার বন্ধু নন যে বর্ণবাদ নিয়ে কথা বলব। আমি ব্যবস্থা গ্রহণ ও শাস্তি চাই। হ্যাশট্যাগে আমার কিছু যায় আসে না।'

Comments

The Daily Star  | English

Economist Abul Barkat held in corruption case

Prof Abul Barkat was the chairman of state-owned Janata Bank PLC

3h ago