বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রাফিনহার

বর্ণবাদ ইস্যুতে সাম্প্রতিক সময়ে বেশ কঠিন সময় পার করছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। প্রায় প্রতিটি অ্যাওয়ে ম্যাচেই অপব্যবহারের শিকার হচ্ছেন তিনি। ভ্যালেন্সিয়ার মাঠে তো রীতিমতো হয়ে গেল লঙ্কাকাণ্ড। তবে বর্ণবাদের বিপক্ষে যুদ্ধের ঘোষণা দিয়েছেন তার জাতীয় দলের সতীর্থ ও বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহা।
রিয়াল ভায়োদোলিদের মাঠে আগের দিন রাতে আগের দিন এই বার্তা দেন এই ব্রাজিলিয়ান। ম্যাচের ৬৩তম মিনিটে যখন তাকে তুলে নেওয়া হয় তখন মাঠ ছাড়ার সময় জার্সি খুলে ফেলেন তিনি। জার্সির নিচে তার গায়ের গেঞ্জিতে লেখা ছিল, 'বর্ণবাদীরা ফুটবল থেকে দূরে থাকো। যতদিন পর্যন্ত চোখের জ্যোতির চেয়ে গায়ের রং বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে, ততদিন পর্যন্ত যুদ্ধ থাকবে। ভিনি, তোমার সঙ্গে আছি আমি।'
ভায়াদোলিদের বিপক্ষে আগের দিন ৩-১ গোলের ব্যবধানে হেরে গেছে বার্সেলোনা। ম্যাচে কোনো গোল করতে পারেননি রাফিনহা। যখন মাঠ ছাড়েন তখন ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল দলটি। কিন্তু বর্ণবাদে সৃষ্ট সাম্প্রতিক ঘটনায় ভিনিকে সঙ্গ দিয়ে আলোচনায় তিনিই।
গত রোববার ভ্যালেন্সিয়ার মাঠে প্রচণ্ড অপব্যবহারের শিকার হন ভিনিসিয়ুস। প্রায় প্রতিটি অ্যাওয়ে ম্যাচেই এমন ব্যবহারের মুখোমুখি হতে হচ্ছে তাকে। তবে সেইদিন যেন মাত্র ছাড়িয়ে গিয়েছিল। যে কারণে মেজাজ হারিয়ে ভ্যালেন্সিয়ার এক খেলোয়াড়কে আঘাত করে দেখেছিলেন লাল কার্ড। যদিও আগের দিন সেই কার্ড প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
মূলত সেই ম্যাচ শেষে সামাজিকমাধ্যমে ভিনিসিয়ুসের বার্তাতেই নড়েচড়ে বসে ফুটবল বিশ্ব। সরাসরি আঙুল তুলেছিলেন লা লিগা কর্তৃপক্ষের বিরুদ্ধে। সেই বার্তা নিয়েও নানা কাণ্ড। পাল্টা জবা দিয়েছিলেন লা লিগা সভাপতি হ্যাভিয়ার তেবাস। যে পছন্দ হয়নি ভিনিসিয়ুসের। পরে তাকেও ধুয়ে দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান। তবে সেই ঘটনায় ক্লাব ও দেশের সীমানা ছাড়িয়েও অনেকেই পাশে দাঁড়িয়েছেন তার।
Comments