মেসির রেকর্ডের রাতে ফের চ্যাম্পিয়ন পিএসজি

পিএসজির লিগ ওয়ানের শিরোপা জেতার পথে তেমন কোন সংশয় ছিল না। অনুমিত ঘটনাই ঘটেছে। স্ত্রাসবুরের মাঠে ড্র করেও ফরাসি লিগে সর্বোচ্চ একাদশবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে তারা। দলের উৎসবের রাতে দুই রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। গোল করে এক রেকর্ডে ছাড়িয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদোকে, শিরোপা জেতায় আরেক রেকর্ডে স্পর্শ করেছেন ব্রাজিলিয়ান দানি আলভেজকে।
শিরোপা জিততে শেষ দুই ম্যাচ থেকে একটা ড্র করলেই চলত মেসিদের। শনিবার স্ত্রাসবুরের মাঠে গিয়ে ১-১ গোলে ড্র করে কাজ সেরে নেয় পিএসজি। দলকে প্রথমে গিয়ে নেন মেসি। পরে তার দেওয়া গোল শোধ করেন কেভিন গামেইরা। তাতে পিএসজির কোন সমস্যা হয়নি।
গত চার ম্যাচ ধরে গোল পাচ্ছিলেন না মেসি। এবার গোল খরা কাটান তিনি। ম্যাচের ৫৯ মিনিটে কিলিয়ান এমবাপের কাছ থেকে বলের যোগান পেয়ে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি রেকর্ডও গড়েন তিনি।
এতে করে ইউরোপিয়ান শীর্ষ লিগে গোল করায় রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি। ইউরোপ ছেড়ে সৌদি আরবে চলে যাওয়া রোনালদো ৪৯৫ ম্যাচে করেছিলেন ৬২৬ গোল। ৫৭৭ ম্যাচ খেলে তাকে পেছনে ফেললেন আর্জেন্টাইন মহাতারকা।
আরেকটি রেকর্ডও হয়েছে অনায়াসে। ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জেতায় আলভেজের পাশে বসলেন তিন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৪২টি শিরোপা আলভেজের। পিএসজির এবারের শিরোপার আগে ৪১ শিরোপা নিয়ে দুইয়ে ছিলেন মেসি। এবার তাকে স্পর্শ করে ফেললেন মেসি।
৩৬ বছর ছুঁইছুঁই মেসির বড় শিরোপাগুলোর মধ্যে আছে একটি বিশ্বকাপ, একটি কোপা আমেরিকা, চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ১০টি লা লিগা।
Comments