প্রথম মৌসুমে খালি হাতে থাকতে হচ্ছে রোনালদোকে

শিরোপা জয়ের আশা টিকিয়ে রাখতে হলে আল-ইত্তেফাকের বিপক্ষে জিততেই হতো আল-নাসরকে। কিন্তু তাদের হারাতে পারেনি তারা। ফলে সৌদি আরবে প্রথম মৌসুমটা খালি হাতেই শেষ করতে হচ্ছে পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে।
শনিবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল-ইত্তিফাকের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আল-নাসর। প্রথমার্ধের শেষ দিকে ইউসুফ নিয়াকাতের গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধের শুরুতে লুইজ গুস্তাভোর গোলে সমতায় ফেরে দলটি। কিন্তু এরপর আর গোল না হলে ড্র মেনে ম্যাচ শেষ করতে হয় তাদের। তাতেই শিরোপা জয়ের শেষ আশাটা শেষ হয়ে যায় রোনালদোদের।
আর একই দিনে আল-ফেইহার বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জিতে লিগ শিরোপা নিশ্চিত করেছে আল-ইত্তিহাদ। এই জয়ে ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট হয়েছে তাদের। সমান ম্যাচে আল-নাসরের পয়েন্ট ৬৪। দুই দলেরই এক ম্যাচ বাকি থাকলেও ৫ পয়েন্টের ব্যবধান ঘোষণা সম্ভব নয় রোনালদোদের জন্য।
অথচ জানুয়ারিতে রোনালদো যখন আল-নাসরে যোগ দেন তখন তিনটি শিরোপা জয়ের সুযোগ ছিলে আল-নাসরের সামনে। সৌদি প্রো লিগে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল তারা। এছাড়া কিংস কাপে কোয়ার্টার-ফাইনালে এবং সুপার কাপের সেমি-ফাইনালে ছিল তারা।
রোনালদোকে দলে টেনে আরও ভালো কিছু প্রত্যাশা করেছিল আল-নাসর। কিন্তু উল্টো একে একে সব প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে দলটি। যদিও সব প্রতিযোগিতা মিলে ১৫ ম্যাচে ১৪টি গোল পেয়েছেন এই পর্তুগিজ তারকা।
জানুয়ারির শেষে সুপার কাপের সেমিতে আল-ইত্তিহাদের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নেয় আল-নাসর। মার্চের শুরুতে সেই ইত্তিহাদের বিপক্ষে ০-১ গোলে হেরে তারা হারায় লিগের শীর্ষস্থান। আর এপ্রিলে কিংস কাপের সেমি-ফাইনালে ০-১ ব্যবধানে হারে আল-ওয়েহদার কাছে।
Comments