নেইমারবিহীন ব্রাজিল দলে চার নতুন মুখ

গত বছর কাতার বিশ্বকাপে যাওয়া ২৬ ফুটবলারের ১৪ জন আছেন এবারের স্কোয়াডে।
জোয়েলিনতন। ছবি: এএফপি

নেইমারকে অনুমিতভাবে বাইরে রেখে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করল ব্রাজিল। পিএসজির তারকা ফরোয়ার্ড এখনও চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ীদের স্কোয়াডে নতুন মুখ চারটি।

রোববার রাতে ভারপ্রাপ্ত কোচ র‍্যামন মেনেজেসের ঘোষিত ২৩ সদস্যের দলে জায়গা পাননি বেশ কয়েকজন পরিচিত খেলোয়াড়। তাদের মধ্যে আছেন গ্যাব্রিয়েল জেসুস, রাফিনহা ও অ্যান্তোনি। গত বছর কাতার বিশ্বকাপে যাওয়া ২৬ ফুটবলারের ১৪ জন আছেন এবারের স্কোয়াডে।

প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পাওয়াদের মধ্যে ডিফেন্ডার রয়েছেন তিনজন। তারা হলেন ফ্লুমিনেসের নিনো, ফ্ল্যামেঙ্গোর আয়ারতন লুকাস ও মোনাকোর ভ্যান্দারসন। এছাড়া, নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার জোয়েলিনতন।

আগামী জুনে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা। ১৭ তারিখে স্পেনের বার্সেলোনায় তাদের প্রতিপক্ষ গিনি। এরপর ২০ তারিখে পর্তুগালের লিসবনে সেনেগালকে মোকাবিলা করবে তারা।

ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক: অ্যালিসন বেকার, এদারসন, ওয়েভারতন;

ডিফেন্ডার: রজার ইবানেজ, এদার মিলিতাও, মারকুইনহোস, নিনো, দানিলো, ভ্যান্দারসন, অ্যালেক্স তেলেস, আয়ারতন লুকাস;

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, কাসেমিরো, জোয়েলিনতন;

ফরোয়ার্ড: লুকাস পাকেতা, ম্যালকম, পেদ্রো, রাফায়েল ভেইগা, রিচার্লিসন, রদ্রিগো, রনি, ভিনিসিয়ুস জুনিয়র।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

39m ago