'মেসিরও এমন বিদায় প্রাপ্য'

কোপা আমেরিকা জিতে বার্সায় ফিরেছিলেন চুক্তি নবায়ন করতে। কিন্তু মুহূর্তেই যেন সব পাল্টে যায়। লা লিগার ফিনান্সিয়াল পলিসির ফাঁদে পরে হুট করেই বিদায় বলতে হয় বার্সেলোনাকে। ক্যারিয়ারে ২০ বছরেরও বেশি সময় কাতালান ক্লাবে কাটানো লিওনেল মেসির এমন বিদায় চায়নি প্রতিপক্ষরাও। মাঠ থেকে বর্ণাঢ্য বিদায়ই কাম্য বলে মনে করেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

রোববার রাতে লা লিগার ম্যাচে মায়োর্কাকে ৩-০ গোলে উড়িয়ে নেওয়ার ম্যাচে দুই ক্লাব কিংবদন্তি সের্জিও বুসকেতস ও জর্দি আলবাকে বিদায় জানিয়েছে বার্সেলোনা। কানায় কানায় পূর্ণ গ্যালারীতে দাঁড়িয়ে এ দুই তারকাকে বিদায় জানান মাঠে উপস্থিত ৯০ হাজার সমর্থক। এই ম্যাচ দিয়ে সংস্কারের জন্য সাময়িক বিরতিতে গিয়েছে ন্যু ক্যাম্পও।

ম্যাচ শেষে মাঠে আসেন দলের সব খেলোয়াড় ও কোচিং স্টাফরা। ক্রাচে ভর করে তাদের সঙ্গে যোগ দেন আলেহান্দ্রো বালদেও। জায়ান্ট স্ক্রিনে তখন দেখানো হচ্ছিল ক্লাবটিতে বুসকেতস ও আলবার স্মরণীয় কিছু পারফরম্যান্স। চলতি মৌসুমে জেতা দুটি ট্রফি (লা লিগা ও সুপার কাপ) নিয়ে আসেন এ দুই তারকা। দুজনকে দেওয়া হয় গার্ড অব অনার। পরে তাদের শূন্যে ভাসিয়ে বিদায়ী মুহূর্ত আরও আনন্দঘন করে তোলেন সতীর্থেরা। কিন্তু এমনটা পাননি মেসি।

বুসকেতস, আলবা ও ন্যু ক্যাম্পের বিদায়ের দিনে তাই উঠে এলো মেসির প্রসঙ্গও। ম্যাচ শেষে সংবাদসম্মেলনে কোচ জাভি বলেন, 'মেসিরও এরকম বিদায় প্রাপ্য, আমি মনে করি আমরা সবাই এটাই করছি। ঠিক আছে, দেখা যাক। আমরা সবাই মেসিকে ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় যে সে আসবে কি আসবে না। সে ইতিহাসের সেরা এবং বার্সায় এটা অনেকটা নির্ভর করে সে কী করতে চায় তার ওপর।'

মেসির বিদায় প্রসঙ্গ টেনে সাবেক দুই সতীর্থ বুসকেতস ও আলবাকে ভাগ্যবান বলেছেন এ কোচ, 'আমি তাদের বলেছি যে তারা খুব ভাগ্যবান কারণ সবাই সেভাবে ক্যাম্প ন্যুকে বিদায় জানাতে পারে না। আমিও এমনটা পেয়েছিলাম, এমনকি আরও বেশি কারণ আমি একটি ট্রেবল জয় করে চলে গিয়েছিলাম। লোকে তোমাদের অমূল্য কাজ দিয়ে চিনবে।'

এদিকে ফুটবল মহলে জোর গুঞ্জন আগামী মৌসুমে বার্সেলোনায় ফিরতে পারেন মেসি। পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারটি প্রায় ভেস্তে গিয়েছে বলে দাবি ফরাসি গণমাধ্যমের। তবে এবারও বাধা সেই লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লে পলিসি।

Comments

The Daily Star  | English

Rickshaws no longer allowed on main roads: DNCC

More than 100 illegal battery-powered rickshaws were seized during the joint operation

18m ago