এফএ কাপের ফাইনালের আগে অস্বস্তিতে গার্দিওলা

স্বপ্নের ট্রেবল জয় থেকে আর মাত্র দুটি জয় থেকে দূরে ম্যানচেস্টার সিটি। যার প্রথমটিতে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লড়বে তারা। তবে এফএ কাপের এ লড়াইয়ের আগে বড় ধাক্কা খেতে পারে দলটি। দলের অন্যতম সেরা তিন তারকা খেলোয়াড় কেভিন ডি ব্রুইনা, জ্যাক গ্রিলিশ ও রুবেন দিয়াজের মতো তারকাদের নাও পেতে পারে তারা।
রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামে সিটিজেনরা। ০-১ ব্যবধানে হারের সেই ম্যাচে স্কোয়াডে ছিলেন না ডি ব্রুইনা, গ্রিলিশ ও দিয়াজ। এই তিন তারকা ছাড়া চোট রয়েছে ম্যানুয়েল আকেঞ্জিরও। তিনিও ছিলেন না ব্রেন্টফোর্ডের বিপক্ষে। তবে এফএ কাপের আগে এই ডিফেন্ডার সুস্থ হয়ে উঠবেন বলে জানা গেছে।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আগামী শনিবার মাঠে নামবে দুই নগর প্রতিদ্বন্দ্বী। সেই ম্যাচে এই তিন তারকার পরিস্থিতি জানালেন কোচ পেপ গার্দিওলা, 'রুবেন গত ১০ দিন ধরে অনুশীলনে নেই এবং জ্যাক গ্রিলিশও না। ব্রাইটন ম্যাচের পর, কেভিন গত সপ্তাহে কেভিনও একই অনুভব করেছে।'
ফাইনালের আগে তাদের পাওয়ার ব্যাপারে আশাবাদী হলেও শঙ্কিত এ কোচ, 'এটা খুব বড়, বড় সমস্যা নয়। আমি মনে করি তারা (এফএ কাপ ফাইনালের জন্য) প্রস্তুত হবে তবে এটি প্রস্তুত হওয়াই সব কিছু নয়, অনুশীলন সেশনেও প্রস্তুত হতে হবে।'
তবে আগামী দুই একদিনের ডি ব্রুইনা, গ্রিলিশ ও রুবেন অনুশীলনে যোগ দিতে না পারলে বড় ধাক্কাই হতে পারে সিটির জন্য। ক্লাবটির প্রাণভোমরাই ডি ব্রুইনা। প্রিমিয়ার লিগে এবার দুর্দান্ত ১৬টি অ্যাসিস্ট করেছেন এই বেলজিয়ান মিডফিল্ডার। এছাড়া গোলও করেছেন সাতটি।
অন্যদিকে প্রথম মৌসুমটা ভালো না গেলেও সাম্প্রতিক সময়ে আক্রমণভাগে আস্থার প্রতীক হয়ে উঠেছেন গ্রিলিশ। তিনিও অ্যাসিস্ট করেছেন সাতটি, পাশাপাশি লক্ষ্যভেদ করেছেন পাঁচবার। রুবেন তো বরাবরই রক্ষণভাগের কাণ্ডারি।
উল্লেখ্য, ম্যানচেস্টার ইউনাইটেডের পর প্রথম ক্লাব হিসেবে এবার ট্রেবল জয়ের সামনে রয়েছে সিটি। এরমধ্যেই লিগ শিরোপা জিতেছে তারা। ৩ জুন এফএ কাপের ফাইনালে ইউনাইটেডের মুখোমুখি হওয়ার পর ১০ জুন ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবে তারা।
Comments