আমি তোমাদের ভালোবাসি: বাংলায় এমিলিয়ানোর পোস্ট

Emiliano Martinez

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এই সংবাদ এখন বেশ পুরনো। কিন্তু তারপরও অনেকের মনেই সন্দেহ ছিল আদৌ কি আসবেন বিশ্বকাপ জয়ী এ তারকা। তবে সব শঙ্কা উড়িয়ে এ সংবাদ নিজেই নিশ্চিত করলেন এ গোলরক্ষক। একই সঙ্গে বাংলাদেশ ও কলকাতার আর্জেন্টাইন সমর্থকদের ভালোবাসা জানিয়েছেন তিনি।

সোমবার সামাজিকমাধ্যম ফেসবুকে এমিলিয়ানো লিখেছেন, 'হ্যালো সবাই, ৩ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত আমি ভারতীয় উপমহাদেশে আমার প্রথম সফর করব। এবং মোহনবাগান ক্লাবে একটি দাতব্য ফুটবল ম্যাচের জন্য প্রধান অতিথি হিসাবে পরিদর্শন, অনেক ভক্তদের অংশগ্রহণের প্রোগ্রাম, স্পন্সরদের সংবর্ধনা এবং প্রচার সহ অনেক দাতব্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করব।'

কাতার বিশ্বকাপে বাংলাদেশের একটি বড় অংশের সমর্থন ছিল আর্জেন্টিনার পক্ষে। এ দেশের সমর্থকদের উন্মাদনা সামাজিকমাধ্যম হতে শুরু করে ছড়িয়ে পড়ে সারা বিশ্বের গণমাধ্যমে। যা নজর এড়ায়নি এমিলিয়ানোরও। তাই এ দেশের সমর্থকদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছেন তিনি, 'আমি জানি কলকাতা এবং বাংলাদেশের প্রচুর আর্জেন্টিনার ভক্ত রয়েছে এবং আমি তাদের সঙ্গে  দেখা করার জন্য খুবই রোমাঞ্চিত।'

এরপরই এ সফরের আয়োজক শতদ্রু দত্তকে ধন্যবাদ জানিয়ে ইংরেজি ফন্টে বাংলা ভাষায় লিখেছেন, 'আমি তোমাদের ভালোবাসি!'

গত বছরের ডিসেম্বরে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এমিলিয়ানো। ফ্রান্সের বিপক্ষে ফাইনালের অতিরিক্ত সময়ের অন্তিম মুহূর্তে কোলো মুয়ানির একটি শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে আর্জেন্টিনাকে ম্যাচে রাখেন। এরপর টাই-ব্রেকারেও রাখেন গুরুত্বপূর্ণ অবদান।

কলকাতা সফরের আগে আগামী ৩ জুলাই ঢাকায় আসবেন এমিলিয়ানো। থাকবেন একদিন। সেখানে একটি মিটিং-এন্ড-গ্রীট এবং লাঞ্চ অথবা ডিনার ধরনের ইভেন্টে যুক্ত থাকার কথা রয়েছে তার।

এরপর ৪ এবং ৫ জুলাই কলকাতায় কাটাবেন এমিলিয়ানো। এ সময়ে কলকাতার ঐতিহ্যবাহী মোহনবাগান ফুটবল ক্লাব পরিদর্শন করবেন এবং ম্যারাডোনার মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। এছাড়াও সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে যেতে পারেন।

 

Comments

The Daily Star  | English

Govt decides to ban AL until completion of ICT trial

Law Adviser Prof Asif Nazrul said this at a press briefing after a special meeting of the advisory council tonight

1h ago