সৌদি লিগের লোভনীয় প্রস্তাব পেলেন বেনজেমাও!

ক্রিস্তিয়ানো রোনালদো যোগ দিয়েছেন আগেই। বিশাল অঙ্কের প্রস্তাব পেয়েছেন লিওনেল মেসি। তার সাবেক সতীর্থ সের্জিও বুসকেতসও যোগ দেওয়ার খুব কাছাকাছি আছেন। সে ধারায় এবার সবশেষে ব্যালন ডি'অর জয়ী করিম বেনজেমাও পেলেন সৌদি প্রো লিগের লোভনীয় প্রস্তাব।

দারুণ একটি মৌসুম কাটানোর পরও রিয়াল মাদ্রিদে আগামী মৌসুমে খেলার বিষয়টি জটিল হয়ে উঠছে বেনজেমার। চুক্তি অনুযায়ী রিয়ালে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে তার। তবে এ মৌসুমে ক্লাব ছাড়ার সুযোগও রয়েছে। স্প্যানিশ গণমাধ্যমের খবর ক্লাবে কিছুটা অস্বস্তিকর হয়ে উঠছেন তিনি। আর এই সুযোগটাই নিতে চাচ্ছে সৌদি প্রো লিগ।

সৌদি আরবের গণমাধ্যমের বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে বেনজেমার জন্য ৪০০ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব দিয়েছে সৌদির একটি ক্লাব। তবে ক্লাবের নাম জানাতে পারেনি তারা। চুক্তি অনুযায়ী, ভবিষ্যতে তাকে বিশ্বকাপের বিডের জন্য দূত হিসেবে অর্থ প্রদান করা হবে বলে জানা গেছে।

কাতার বিশ্বকাপের তিক্ত অভিজ্ঞতার পর ফ্রান্স জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ৩৫ বছর বয়সী বেনজেমা। আপাতত রিয়ালের খেলা শেষে তাই ছুটিতেই থাকবেন তিনি। নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবার যথেষ্ট সময়ও পাচ্ছেন এ তারকা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন তিনি।

তবে তাকে আরও এক মৌসুমের জন্য চায় রিয়াল। চোটে জর্জরিত এই মৌসুমেও লা লিগায় ২৩ ম্যাচে দিয়েছেন ১৮টি গোল। তারচেয়ে বেশি দিতে পেরেছেন কেবল বার্সার লেভানদোভস্কি। তবে শেষ পর্যন্ত বেনজেমা ক্লাব ছাড়লে তার বিকল্পও ভেবে রেখেছে ক্লাবটি। এরমধ্যেই বেশ কিছু খেলোয়াড়কে নিয়ে গুঞ্জন উঠেছে। এরমধ্যে টটেনহ্যাম হটস্পার্সের হ্যারি কেইনের নাম শোনা যাচ্ছে জোরেশোরে। 

মূলত ২০৩০ সালে শতবর্ষী বিশ্বকাপ আয়োজন করতে নিজেদের লিগকে সমৃদ্ধ করতে উঠেপড়ে লেগেছে সৌদি প্রো লিগের ক্লাবগুলো। তাই বিশ্বের বড় বড় তারকা খেলোয়াড়দের দিকে নজর তাদের। ২০২২ সালের শেষের দিকে আল-নাসরে যোগ দিয়ে রোনালদো এরমধ্যেই মধ্যপ্রাচ্যে খেলছেন।

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

3h ago