যুব বিশ্বকাপে ব্রাজিলকে বিদায় করে ইসরাইলের ইতিহাস

শনিবার আর্জেন্টিনার সান হুয়ানে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের খেলায় ৩-২ গোলে ব্রাজিলকে হারায় ইসরাইল।

ক্লাব না ছাড়ায় বেশ কয়েকজন তারকা দলে ছিলেন না, তবু শক্তির বিচারে ব্রাজিলই ছিল টুর্নামেন্টের ফেভারিট। কিন্তু ফেভারিটদের কোয়ার্টার ফাইনাল বাধা পেরুতে দিল না ইসরাইল। যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী দলকে স্তব্ধ করে পৌঁছে গেল সেমিফাইনালে।

শনিবার আর্জেন্টিনার সান হুয়ানে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের খেলায় ৩-২ গোলে ব্রাজিলকে হারায় ইসরাইল। যেকোনো পর্যায়ের ফুটবলে এটি তাদের সেরা জয়। 

রোমাঞ্চকর ম্যাচে ব্রাজিল দুই দফায় এগিয়ে গেলেও সেই লিড ধরে রাখতে পারেনি। অন্তিম সময়ে গোল করে সমতা ফেরানোর পর অতিরিক্ত সময়ে সেলেসাওদের হতাশ করে ইসরাইল। 

গোলশূন্য প্রথমার্ধের পর ৫৬ মিনিটে বক্সের ভেতর বল পেয়ে দারুণ শটে ব্রাজিলকে এগিয়ে দেন মার্কোস লেনার্দো। কিন্তু এই লিড ধরে রাখা যায় কেবল ৪ মিনিট। আনান খলিলি দূর থেকে আসা পাস হেড করে জালে জড়িয়ে দেন।

নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর যোগ করা সময়ে দারুণ অসাধারণ দৃষ্টি নন্দন গোল পেয়ে জয়ের একদম কাছে চলে গিয়েছিল ব্রাজিল। আন্দ্রে সান্তোসের কাছ থেকে বল পেয়ে ম্যাথুউস নসিমেন্তো ২-১ করে ফেলেন ব্যবধান।

ম্যাচ তখন ব্রাজিলের পকেটে। সেই পকেট থেকেও তা পরে বেরিয়ে যায়। যোগ করা সময়ের খেলা থাকতেই ফের সমতা আনেন হামজা শিবলি। খেলা নিয়ে যায় অতিরিক্ত সময়ে। সেখানেও ব্রাজিলের ডিফেন্সকে বোকা বানিয়ে গোল পেয়ে যান ডেভিড তুর্গেম্যান। হতাশায় মাঠে শুয়ে থাকা ছাড়া উপায় ছিল না ব্রাজিলের যুবাদের। এই জয়ে যুক্তরাষ্ট্র বা উরুগুয়ের বিপক্ষে জয়ীদের বিপক্ষে সেমিফাইনাল খেলবে ইসরাইল। প্রথমবার ফিফার মঞ্চে এমন বড় কোন ম্যাচ খেলবে তারা।

এবার যুব বিশ্বকাপে ইসরাইলের অংশ নেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করলেও শুরুতে আয়োজক থাকা ইন্দোনেশিয়ায় ইসরাইলের খেলা নিয়ে তৈরি হয় রাজনৈতিক টানাপড়েন। এমনকি কিছু দলের পক্ষ থেকে আসতে থাকে হুমকিও। পরে ফিফা ইন্দোনেশিয়া থেকে টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যায় আর্জেন্টিনায়। বাছাই পেরিয়ে খেলার যোগ্যতা না পেলেও স্বাগতিক হিসেবে সুযোগ পেয়ে যায় আর্জেন্টিনাও। কিন্তু দ্বিতীয় রাউন্ডে তারা নাইজেরিয়ার কাছে হেরে বিদায় নেয়। এবার পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলও কোয়ার্টার ফাইনাল থেকে নিল বিদায়।

Comments

The Daily Star  | English

47% year on year rise in Bangladeshi companies joining Dubai Chamber

The number of new Bangladeshi companies joining the Dubai Chamber of Commerce has surged 47 percent year on year to 1,044 in the first half of this year, said the chamber

1h ago