শেষ ম্যাচে গোল দিয়ে বিদায় নিলেন কিংবদন্তি বেনজেমা

রোববার রাতে অ্যাটলাটিকো বিলবাওয়ের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলতে নামে রিয়াল। ক্লাব ছেড়ে দেওয়ার ঘোষণার পর বেনজেমার জন্যই ম্যাচটি হয়ে উঠে বিশেষ। সান্তিয়াগো বার্নাব্যুতে পিছিয়ে পড়ে পরে বেনজেমার গোলে ১-১ গোলে ড্র করে রিয়াল।
karim benzema
শেষ ম্যাচে বেনজেমাকে শূন্যে ছুঁড়ে উদযাপন করেন রিয়ালের খেলোয়াড়রা। ছবি: সংগ্রহ

১৪ বছরের ক্যারিয়ারে করিম বেনজেমা রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন সম্ভাব্য সব ট্রফি। ক্রিস্টিয়ানো রোনালদোর পর রিয়ালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি। স্প্যানিশ জায়ান্টদের হয়ে শেষ ম্যাচটাতেও একটি গোল পেলেন বেনজেমা।

রোববার রাতে অ্যাটলাটিকো বিলবাওয়ের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলতে নামে রিয়াল। ক্লাব ছেড়ে দেওয়ার ঘোষণার পর বেনজেমার জন্যই ম্যাচটি হয়ে উঠে বিশেষ। সান্তিয়াগো বার্নাব্যুতে পিছিয়ে পড়ে পরে বেনজেমার গোলে ১-১ গোলে ড্র করে রিয়াল।

নিজের বিদায়ী ম্যাচে কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে হতাশায় ছিলেন বেনজেমা। ৭২ মিনিটে তিনি পান সেরা সুযোগ। ভিনিসিউস জুনিয়রকে প্রতিপক্ষের ডিফেন্ডার বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল।

পেনাল্টি থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন বেনজেমা। এটি ক্লাবের হয়ে তার ৩৫৪তম গোল। গোলের পরই মাঠ ছেড়ে বেরিয়ে যান। এ সময় পুরো গ্যালারি দাঁড়িয়ে যায় বেনজেমার সম্মানে। রিয়ালের খেলোয়াড়রা বাজাতে থাকেন তালি। ম্যাচ শেষ বেনজেমাকে তুলে শূন্যে ছুঁড়ে উদযাপন করেন ভিনিসিউসরা।

রোববারই রিয়াল আনুষ্ঠানিক ঘোষণায় ৩৫ পেরুনো বেনজেমার সঙ্গে চুক্তি শেষের কথায় জানায়। এরপর শোনা যায় রেকর্ড ট্রান্সফার ফিতে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যাচ্ছেন তিনি।

২০০৯ সালে রিয়ালে যোগ দেন ফরাসি তারকা। এরপর ক্রমেই হয়ে উঠেন রিয়ালের কিংবদন্তিদের একজন। সব আসর মিলিয়ে রিয়ালের হয়ে ৬৪৮ ম্যাচে ৩৫৪ গোল করেছেন বেনজেমা। তার চেয়ে বেশি গোল আছে কেবল রোনালদোর (৪৫০)।

২০২১-২২ মৌসুমে দুর্দান্ত খেলেন বেনজেমা। স্প্যানিশ লা লিগার পর তার ঝলকে চ্যাম্পিয়ন্স লিগও জেতে রিয়াল। মৌসুমে ৪৬ ম্যাচে ৪৪ গোল করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে ১৫ গোলের মধ্যে ১০ গোলই করেন নক আউট রাউন্ডে। পিছিয়ে পড়ে রিয়াল কয়েকটি ম্যাচে বেনজেমার অবিশ্বাস্য পারফরম্যান্সে ঘুরে দাঁড়ায়।

অসাধারণ নৈপুণ্যের জন্য ব্যালন ডি'অরও জেতেন বেনজেমা।

Comments