ভিনিসিয়ুসকে বর্ণবাদী আক্রমণ করা ৭ ব্যক্তির শাস্তি

ভ্যালেন্সিয়ার মাঠে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র বর্ণবাদী আচরণের শিকার হওয়ায় অনেক দিন থেকেই উত্তপ্ত ফুটবল মহল। বর্ণবাদে জড়িতদের কড়া শাস্তি দাবি ছিল সবারই। শেষ পর্যন্ত বড় শাস্তিই পাচ্ছেন অভিযুক্তরা। নিষেধাজ্ঞার সঙ্গে জুটেছে জরিমানাও।
পৃথক দুটি ঘটনায় সাত ব্যক্তিকে শাস্তি দিয়েছে স্পেনের রাষ্ট্রীয় কমিশন। এরমধ্যে ৬০ হাজার ইউরো করে জরিমানা করা হয়েছে চার জনকে। সঙ্গে ফুটবল সহ সব ধরনের খেলার ভেন্যু থেকে নিষিদ্ধ করা হয়েছে দুই বছরের জন্য। গত ২৬ জানুয়ারি মাদ্রিদ ডার্বিতে ম্যাচের আগে রিয়ালের অনুশীলন মাঠের সামনের একটি ব্রিজে ভিনিসিয়ুসের কুশপুত্তলিকা পুড়িয়ে এই শাস্তি পান তারা।
২১ মে ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদী আচরণের সঙ্গে সম্পৃক্ত বাকি তিন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে পাঁচ হাজার ইউরো করে। একই সঙ্গে তাদের সব ধরণের খেলার ভেন্যু থেকে নিষিদ্ধ করা হয়েছে এক বছরের জন্য। তাদের নিয়ে তদন্ত চলছে এখনও। এই শাস্তির পাশাপাশি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে পারে সকলেই।
এছাড়া ক্লাব কর্তৃপক্ষ নিজেদের মাঠ থেকে আজীবন নিষিদ্ধ করেছে কয়েকজন সমর্থককে।
উল্লেখ্য, বর্ণবাদ বিরোধী প্রচারণার অংশ হিসেবে এবং ভিনিসিয়ুসের পাশে থাকতে চলতি মাসেই গিনি ও সেনেগালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এছাড়া একই প্রচারণায় আগামী বছরের মার্চে স্পেনেও একটি প্রীতি ম্যাচ খেলবে তারা।
Comments