মেসিকে খোঁচা দিয়ে বিবৃতি বার্সেলোনার!

পিএসজি অধ্যায় শেষ করে বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন লিওনেল মেসি। তার বাবা ও এজেন্ট হোর্হে মেসিকে পাঠিয়েছিলেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার বাড়িতেও। কিন্তু তারপরও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব না পাওয়ায় শেষ পর্যন্ত মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের এমন সিদ্ধান্তে তাকে শুভকামনা জানালেও খোঁচা দিতে সামান্য দ্বিধা করেনি কাতালান ক্লাবটি!

নিজের ভবিষ্যৎ হিসেবে মায়ামিকে বেছে নেওয়ার কয়েক ঘণ্টা পর নিজেদের ওয়েবসাইটে একটি বিবৃতি দেয় বার্সেলোনা। সেখানে অপেক্ষাকৃত কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে মেসি যোগ দেওয়ায় তাকে খোঁচা মেরে ক্লাবটি লিখেছে, 'কম চাহিদার লিগে, পাদপ্রদীপের আলো থেকে আরও দূরে এবং সাম্প্রতিক বছরগুলোয় যতটা চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে, এর চেয়ে কম চাপের লিগে মেসির খেলতে চাওয়ার সিদ্ধান্ত বার্সেলোনা সভাপতি উপলব্ধি করতে পারছেন এবং সম্মানও করেন।'

অথচ ২০ বছরেরও বেশি সময় মেসি খেলেছেন এই বার্সেলোনায়। ক্লাবটির ইতিহাসের সেরা খেলোয়াড় তিনি। তার খেলাকালীন সময়েই বদলেছে ক্লাবটির ইতিহাস। সেই ক্লাব থেকে পর্যাপ্ত স্নান নিয়ে বিদায় নিতে পারেননি। বছর দুই আগে ফিনান্সিয়াল পলিসির মারপ্যাঁচে তাকে বিদায় জানিয়ে দিয়েছিল ক্লাবটি। এর কিছু দিন পর আবার চড়া দামে খেলোয়াড়ও কিনেছিল তারা।

আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও আগের দিন রাতে স্প্যানিশ দুই সংবাদ মাধ্যম মুন্দো দিপোর্তিভো ও স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে মায়ামিকে বেছে নেওয়ার কথা স্বীকার করেন মেসি। সাক্ষাৎকারে বার্সেলোনায় ফিরতে চাওয়ার কথাও বলেন। কিন্তু বার্সেলোনা থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব না পাওয়ায় আর অপেক্ষা করেননি তিনি। দুই বছর আগের তিক্ত অভিজ্ঞতা থেকেই কোনো আনুষ্ঠানিক প্রস্তাব ছাড়া অপেক্ষা করতে রাজী হননি তিনি।

কিন্তু নিজেদের বিবৃতিতে মেসিকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করে বার্সা, 'গত ৫ জুন, সোমবার, মেসি বাবা ও তার প্রতিনিধি হোর্হে মেসি ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাকে জানিয়ে দেন এই খেলোয়াড়ের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত। যদিও এফসি বার্সেলোনা ও লিওনেল মেসি উভয়েরই চাওয়া ছিল, এই জার্সিতে আবার তাকে দেখা যাবে এবং বার্সেলোনা থেকে তাকে প্রস্তাবও দেওয়া হয়েছিল।'

তবে বিবৃতিতে তারা জানিয়েছে মেসিকে সমর্থকদের কাছ থেকে উপযুক্ত একটি বিদায় আয়োজনের জন্য বার্সা প্রেসিডেন্ট লাপোর্তার সঙ্গে একমত হয়েছেন মেসির বাবা।

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

3h ago